• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বাদশাগিরি’ খতম! শাহরুখের ‘জওয়ান’কে ধুলোয় মিশিয়ে বিরাট রেকর্ড গড়ল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’

Published on:

Allu Arjun starrer Pushpa 2 becomes most awaited Hindi film, surpasses Shah Rukh Khan’s Jawan

মুখোমুখি লড়াইয়ে বলিউড (Bollywood) সুপারস্টার শাহরুখ খানের ‘জওয়ান’ (Jawan) এবং সাউথ সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ (Pushpa 2)! দুই সুপারস্টারের লড়াইয়ে কে শেষ পর্যন্ত বাজিমাত করবে তা দেখার জন্য অপেক্ষায় ছিলেন প্রত্যেক সিনেপ্রেমী মানুষ। অবশেষে প্রকাশ্যে এল ফলাফল। ‘বাদশা’ শাহরুখের (Shah Rukh Khan) আসন্ন ছবি ‘জওয়ান’কে হারিয়ে বিরাট রেকর্ড গড়ল আল্লুর (Allu Arjun) ‘পুষ্পা ২’।

দীর্ঘ ৪ বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর চলতি বছর ‘পাঠান’এর হাত ধরে কামব্যাক করেছেন শাহরুখ। ‘বাদশা’র কামব্যাকের ছবি বক্স অফিসে একাধিক রেকর্ড গড়েছে। সারা বিশ্বে প্রায় ১১০০ কোটি টাকার ব্যবসা করেছে এই সিনেমা। অপরদিকে ২০২১ সালের ডিসেম্বর মাসে রিলিজ করেছিল ‘পুষ্পা’। মাঝখানে প্রায় দেড় বছর কেটে গেলেও ব্লকবাস্টার এই ছবি ঘিরে এখনও দর্শকমহলে ক্রেজ দেখার মতো।

Pushpa 2, Most awaited Hindi film

তবে ‘পুষ্পা’ এবং ‘পাঠান’ দুই-ই এখন অতীত। শাহরুখ এখন ব্যস্ত তাঁর আগামী সিনেমা ‘জওয়ান’এর কাজ নিয়ে। অপরদিকে আল্লু ‘পুষ্পা ২’র শ্যুটিং করছেন। এই দুই মেগা বাজেট সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ দেখার মতো। তবে ‘জওয়ান’ এবং ‘পুষ্পা ২’র মধ্যে কোন ছবিটি ঘিরে দর্শকরা বেশি এক্সাইটেড?

সদ্য প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, সারা ভারতের দর্শকরা আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ নিয়ে বেশি আগ্রহী। শাহরুখের ‘জওয়ান’এর থেকেও বেশি ক্রেজ দেখা যাচ্ছে সাউথের এই সিনেমা ঘিরে। তাই স্বাভাবিকভাবেই ‘জওয়ান’কে হারিয়ে সবচেয়ে প্রতীক্ষিত সিনেমার লড়াই জিতে নিয়েছে আল্লুর ছবি।

Jawan and Pushpa 2, Most awaited Hindi film

সম্প্রতি একটি মিডিয়া বিশ্লেষক সংস্থার তরফ থেকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, চলতি বছর ১৫ এপ্রিল পর্যন্ত দর্শকদের কাছে সবচেয়ে প্রতীক্ষিত হিন্দি সিনেমা (Most awaited Hindi cinema) ‘পুষ্পা ২’। দ্বিতীয় স্থানে রয়েছে সুপারস্টার শাহরুখের ‘জওয়ান’।


যদিও এই তালিকায় আল্লুর ছবি বাজিমাত করলেও, দেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অভিনেতার লিস্টে কিন্তু টপে রয়েছেন ‘বাদশা’ শাহরুখই। দ্বিতীয় স্থানে রয়েছেন ‘পুষ্পা’ অভিনেতা। যদিও নেটিজেনদের একাংশের মত, আল্লুর শীর্ষে যাওয়ার সময় এসে গিয়েছে। শীঘ্রই ‘কিং খান’কে সরিয়ে সেই স্থান অর্জন করবেন দক্ষিণী সুপারস্টার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥