বাংলা টেলি (Television) দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)। বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এই মুহূর্তে জি বাংলার ‘সোহাগ জল’এ (Sohag Jol) বেণী বৌদির (Beni Boudi) চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। শীঘ্রই এই টেলি অভিনেত্রী সাত পাক ঘুরতে চলেছেন।
মাঝে আর মাত্র ১০ দিন। এরপরই বাজবে সুদীপ্তার বিয়ের সানাই। আগামী ১ মে সাত পাক ঘুরবেন তিনি। নিজে বিনোদন দুনিয়ার মানুষ হলেও সুদীপ্তার শ্বশুরবাড়ির প্রত্যেকে রাজনীতির সঙ্গে যুক্তি। রাজ্যের প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর ছেলে সৌম্যর সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন পর্দার বেণী বৌদি। অবশেষে আগামী ১ মে গাঁটছড়া বাঁধবেন তাঁরা।
সুদীপ্তার বিয়ে উপলক্ষ্যে সম্প্রতি ‘সোহাগ জল’ সেটেই ধুমধাম করে আয়োজিত হল তাঁর আইবুড়োভাত পর্ব। সকল সহ-অভিনেতা, সহ-অভিনেত্রীরা নিজেদের বাড়ি থেকে স্পেশ্যাল পদ রান্না করে এনেছিলেন। সেই সবই সাজিয়ে দেওয়া হয় সুদীপ্তার পাতে।
কেউ এনেছিলেন লটে মাছের ঝুরা, কেউ আবার মাছের মাথা দিয়ে ডাল, কেউ আবার বাড়ি থেকে এনেছিলেন এঁচোড় চিংড়ি। শেষ পাতে মিষ্টি, দই তো ছিলই। এত পদ শেষ করতে পেরেছিলেন পর্দার বেণী বৌদি? আনন্দবাজার অনলাইনের কাছে অভিনেত্রী বলেন, ‘পাগল নাকি! অত কিছু খাওয়া যায়? কিন্তু সবাই যে নিজের বাড়ি থেকে আমার যত এত কিছু রান্না করে আনবে তা সত্যিই ভাবিনি। খুব সুন্দর সাজিয়ে দিয়েছিল। প্রত্যেকটা খাবারই অল্প অল্প করে খেয়েছি’।
বিয়ের দিন পুরোদস্তুর বাঙালি কনের বেশে সেজে উঠবেন সুদীপ্তা। লাল টুকটুকে বেনারসিও কিনে ফেলেছেন তিনি। আপাতত এখন শেষ মুহূর্তের তোরজোড় চলছে। ‘সোহাগ জল’ অভিনেত্রী বলেন, ‘বিয়ের দিন তো একেবারে বাঙালি সাজ সাজব। বেনারসি লাল রঙের। তবে রিসেপশনের জন্য প্যাস্টেল রঙের লেহেঙ্গা কিনেছি’।
View this post on Instagram
সুদীপ্তার বিয়ের সাজেই শুধু নয়, খাওয়াদাওয়াতেও থাকবে বাঙালিয়ানার ছোঁয়া। অভিনেত্রী বলেন, চিংড়ি মালাইকারি থেকে মটন- সব রয়েছে মেন্যুতে। তবে রিসেপশনের দিন কী খাওয়ানো হবে তা এখনই খোলসা করতে নারাজ তিনি। বিয়ের আগে ২১ এপ্রিল শেষ শ্যুটিং করবেন বেণী বৌদি। বাকি দিনগুলো নিজের জন্য রাখতে চান তিনি।