সবে মাত্র তিন দিন হল স্টার জলসার (Star Jalsha) পর্দার সম্প্রচার শুরু হয়েছে ‘রামপ্রসাদ’ (Ramprasad) ধারাবাহিকের। সংসারের মধ্যে থেকে মা কালীকে খোঁজার কাহিনী দর্শিত হচ্ছে এই সিরিয়ালে। রামপ্রসাদের চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চৌধুরীকে, রামপ্রসাদের স্ত্রী সর্বাণীর ভূমিকায় অভিনয় করছেন সুস্মিলি আচার্য। তবে সবার মাঝে আলাদা করে নজর কেড়েছেন মা কালীর (Maa Kali) চরিত্রে অভিনয় করা পায়েল দে (Payel De)।
বাংলা টেলি দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন পায়েল। বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। আদায় করেছেন দর্শকদের ভালোবাসা। কখনও তাঁকে মুখ্য চরিত্রে নায়িকা হিসেবে দেখেছেন দর্শকরা, কখনও আবার পার্শ্বচরিত্রে অভিনয় করেই নজর কেড়েছেন। তবে চরিত্র যেমনই হোক না কেন, পায়েলের দুর্দান্ত অভিনয় গুণে তা সর্বদা বিশেষ হয়ে উঠেছে।
‘দেশের মাটি’ ধারাবাহিকে উজ্জয়িনী চরিত্রে অভিনয় করার পর ফের ‘রামপ্রসাদ’এর হাত ধরে স্টার জলসার পর্দায় ফিরেছেন পায়েল। এবার অবশ্য মা কালী রূপে দেখা যাচ্ছে তাঁকে। সদ্য শুরু হওয়া এই মেগায় মা কালী রূপে পায়েলকে সত্যিই চেনা যাচ্ছে না।
পায়েল অবশ্য এই প্রথম নয়, এর আগেও দেবী রূপে পর্দায় হাজির হয়েছেন। দেবী দুর্গারূপে তাঁকে দেখেছেন দর্শকরা। তবে সেই চরিত্রে অভিনয় করেছেন বেশ অনেকটা সময় হয়ে গেল। অনেকদিন পর আবার দেবী রূপে পর্দায় হাজির হয়েছেন এই জনপ্রিয় টেলি অভিনেত্রী।
আর বলাই বাহুল্য, দেবী রূপে কামব্যাক করেই নিজের অভিনয়ের মাধ্যমে আবারো দর্শকদের মন জয় করে নিয়েছেন পায়েল। তিনি যে কত বড় মাপের অভিনেত্রী তা আবারও প্রমাণ করে দিলেন। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে পায়েলের দুর্দান্ত অভিনয়ের প্রশংসা করছেন দর্শকরা।
মা কালীর চরিত্রে পায়েলের অনবদ্য অভিনয় দেখে একজন নেটিজেন যেমন লিখেছেন, ‘পায়েল দির অভিনয়, সংলাপ বলার ধরণ… সত্যি পুরো আগুন। দেবী চরিত্রে অভিনয় করার জন্যই যেন এই মেয়েটা এসেছে। দেখে মনটা সত্যিই একেবারে ভরে গেল’।