বাংলা সিরিয়ালের (Bengali Serial) সাথে সিরিয়ালপ্রেমী দর্শকদের সম্পর্ক কিন্তু আজকের নয়। বছর বছর এমনই কত সিরিয়াল যায় আর আসে। কিন্তু এমনকিছু সিরিয়াল থেকে যায় যার চরিত্রের সাথে দর্শকদের এমনই একটা সম্পর্ক তৈরি হয় যে ধারাবাহিক শেষের পরেও প্রিয় চরিত্রদের ভুলতে পারেন না তাঁরা।
এক দশক আগে অর্থাৎ ২০১২ সালে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত এমনই একটি জনপ্রিয় বাংলা ধারাবাহিক ছিল ‘ভাষা’ (Vasha)। আশা করি এই সিরিয়ালের নায়িকা ভাষাকে আজও মনে রেখেছেন দর্শক। ধারাবাহিকের এই ভাষা চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী জয়িতা গোস্বামী (Joyeta Goswami)।
এটাই ছিল জয়িতা অভিনীত প্রথম ধারাবাহিক। আর প্রথম ধারাবাহিকেই তাঁর সাবলীল অভিনয় মন জয় করে নিয়েছিল দর্শকদের। সেই সময় দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন ছোট পর্দার ভাষা। এই ধারাবাহিক শেষ হওয়ার পরেও একের পর এক কাজ এসেছে অভিনেত্রীর হাতে।
পরবর্তীতে জনপ্রিয় টেলি অভিনেতা ফারহান ইমরোজের সাথে জুটি বেঁধে অভিনয় করেছিলেন ‘কানামাছি’ ধারাবাহিকে। অভিনয় করেছেন ‘এসো মা লক্ষ্মী’ ধারাবাহিকেও। তবে গুটি কয়েক ধারাবাহিকে অভিনয় করেই আচমকা ছোট পর্দা থেকে বিদায় নিয়েছিলেন জয়িতা। এরপর বহুদিন অভিনয় জগৎ থেকে দূরেই ছিলেন তিনি।
নিঁখুত অভিনয় দক্ষতা থাকা সত্বেও আচমকা অভিনয় থেকে দূরে থাকার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন জয়িতা তা জানা যায়নি। তবে কিছুদিন আগেই অভিনয় জীবনের খরা কাটিয়ে অভিনেত্রী ফিরে এসেছিলেন আকাশ আট চ্যানেলের মেয়েদের ব্রতকথা সিরিয়ালে। এই ধারাবাহিকে দেবী শীতলার চরিত্রে অভিনয় করেছেন তিনি।
View this post on Instagram
এছাড়া সম্প্রতি জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দিদি নাম্বার ওয়ান’ এও এসেছিলেন জয়িতা। তবে এতদিন ধরে তাঁকে প্রথম সারির বিনোদনমূলক চ্যানেলে জয়িতার অভিনয় দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। স্টার জলসার নতুন সিরিয়াল ‘রামপ্রসাদ’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ডেকে যাবে তাঁকে। এই সিরিয়ালে নিজের নতুন লুক শেয়ার করে ক্যাপশনে এদিন অভিনেত্রী লিখেছিলেন ‘নাম আমার লবঙ্গলতা নামের মতো চরিত্রও ঝাঁঝালো’।