• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নববর্ষে বিরাট সারপ্রাইজ, চুপিসারে বিয়ে করলেন রুবেল-শ্বেতা! সিঁদুর পরে ছবি শেয়ার নায়িকার

বাংলা টেলি (Television) দুনিয়ার জনপ্রিয় কাপলদের মধ্যে একটি হল শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এবং রুবেল দাসের (Rubel Das) জুটি। একসঙ্গে ‘যমুনা ঢাকি’ সিরিয়ালে অভিনয় করেছিলেন দু’জনে। সেই সিরিয়ালের সেট থেকেই শুরু হয় তাঁদের প্রেম পর্ব। নিজেদের প্রেম নিয়ে কখনওই রাখঢাক করেননি রুবেল-শ্বেতা। তবে এবার এই তারকাজুটির নতুন ছবি শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়।

বেশ অনেকটা সময় হয়ে গেল প্রেম করছেন রুবেল-শ্বেতা। তাঁদের বিয়ে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছেন না অনুরাগীরা। কবে রিয়েল লাইফে সাত পাকে বাঁধা পড়বেন ‘জনুনা ঢাকি’? আপাতত সেটা দেখার জন্যই মুখিয়ে রয়েছেন তাঁরা। কিন্তু এসবের মাঝেই সিঁথিতে সিঁদুর পরে রুবেলের সঙ্গে ছবি পোস্ট করে শ্বেতা। ব্যস, তা দেখেই অবাক প্রত্যেকে।

   

Sweta Bhattacharya and Rubel Das, Sweta Bhattacharya Rubel Das in swimming pool

লাল টকটকে শাড়ি পরে প্রেমিক রুবেলের পাশে দাঁড়িয়ে রয়েছেন ‘সোহাগ জল’ অভিনেত্রী। হাতে চুড়ি, গলায় নেকলেস এবং কপালে ছোট্ট টিপ পরেছেন নায়িকা। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর সিঁথির সিঁদুর। ওদিকে আবার অভিনেতার পরনে রয়েছে পাঞ্জাবি। ব্যস, দুই দুইয়ে চার করে নিতে দেরি হয়নি অনুরাগীদের।

নববর্ষের দিন শ্বেতার করা এই পোস্ট দেখেই তাঁদের বিয়ের জল্পনা শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়। তাহলে কি গোপনে সাত পাকে ঘুরে ফেলল টেলি দুনিয়ার এই জনপ্রিয় জুটি? আপাতত এই প্রশ্নই ঘুরছে সকলের মনে।

Rubel Das and Sweta Bhattacharya, Rubel Das and Sweta Bhattacharya marriage, Rubel Das and Sweta Bhattacharya wedding

একদিকে যখন শ্বেতা-রুবেলের বিয়ের জল্পনায় নেটপাড়া একেবারে উত্তাল, তখন আসল সত্যিটা সামনে আনেন নায়িকা নিজে। ‘সোহাগ জল’এর জুঁই বলেন, ‘গোপনে করা কোনও বিয়ে নয়, বরং ছবিটা নববর্ষের দিন হওয়া বৈঠকে তোলা হয়েছে। যারা ভাবছেন আমাদের বিয়ে হয়ে গিয়েছে, তাঁরা একেবারেই ভুল’।


প্রসঙ্গত উল্লেখ্য, রুবেল এবং শ্বেতা- দু’জনেই এখন জি বাংলার ধারাবাহিকে কাজ করছেন। রুবেলকে দেখা যাচ্ছে ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে। অপরদিকে শ্বেতা অভিনয় করছেন ‘সোহাগ জল’ ধারাবাহিকে। দু’জনেই আপাতত কাজ নিয়ে বেজায় ব্যস্ত। তবে শত ব্যস্ততার মাঝেও একে অপরের সঙ্গে সময় কাটাতে কিন্তু ভোলেন না তাঁরা। রুবেল-শ্বেতার সোশ্যাল মিডিয়া প্রোফাইলই জানান দেয় সেকথা।

site