রেখা (Rekha) এবং মৌসুমী চ্যাটার্জি (Moushumi Chatterjee)- দু’জনেই বলিউডের পরিচিত মুখ। নিজেদের দুর্দান্ত অভিনয় ক্ষমতার মাধ্যমে কোটি কোটি মানুষের মন জয় করেছেন এই দুই অভিনেত্রী। একসঙ্গেও বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন তাঁরা। কিন্তু অনেকেই জানেন না, রেখা এবং মৌসুমী একবার বিবাদে জড়িয়ে পড়েছিলেন।
আশির দশকে টলিউড ইন্ডাস্ট্রির একাধিক তারকা বলিউডে পাড়ি দিয়েছিলেন। সেই তালিকায় নাম রয়েছে মৌসুমী চট্টোপাধ্যায়েরও। তিনি যেমন একদিকে বাংলা সিনেমায় কাজ করতেন, তেমনই হিন্দি ছবিতেও চুটিয়ে অভিনয় করেছেন। আস্তে আস্তে বলিউডে বাড়তে থাকে তাঁর জনপ্রিয়তা। তবে আপনি কি জানেন, ইন্ডাস্ট্রিতে পা রাখার পরেই অমিতাভ বচ্চনের চর্চিত প্রেমিকা রেখার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন বঙ্গ তনয়া মৌসুমী।
১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভোলাভালা’ (Bhola Bhala) ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন রেখা এবং মৌসুমী। এই দুই অভিনেত্রী ছাড়াও সেই সিনেমায় দেখা গিয়েছিল রাজেশ খান্না, জগদীপ, দেবেন ভার্মার মতো তারকাদের। কিন্তু এই ছবির তারকাদের নামের তালিকা প্রকাশের পরই নাকি রেখা এবং মৌসুমীর মধ্যে বিবাদের সৃষ্টি হয়।
সিনেমা শুরুর আগে তারকাদের নামের তালিকায় মৌসুমীর আগে রেখার নাম রাখা হয়েছিল। তাতে বাঙালি অভিনেত্রী মনে মনে খুব কষ্ট পেয়েছিলেন। এই বিষয়ে তিনি নাকি পরিচালক এবং প্রযোজকদের সঙ্গেও কথা বলেছিলেন। রেখার আগে যাতে তাঁর নাম রাখা হয় এই অনুরোধও করেছিলেন। যদিও তাঁর সেই কথা কেউই রাখেননি।
এরপর মৌসুমী নাকি এই প্রসঙ্গে বলেছিলেন, রেখাই আসলে জোড়াজুড়ি করে নিজের নামটা আগে রেখেছিলেন। শুধু তাই নয়, নির্মাতাদের ওপর চাপও নাকি সৃষ্টি করেছিলেন অমিতাভ-প্রেমিকা। সম্পূর্ণ বিষয়ে বিরক্তি প্রকাশ করে মৌসুমী সংবাদমাধ্যমের কাছে বলেছিলেন, তিনি প্রচার নিয়ে ভাবিত নন, বরং ভালো কাজ করায় বিশ্বাসী।
মৌসুমীর নাকি মনে করতেন, তাঁর নাম যদি তারকাদের তালিকায় রেখার আগে রাখা হতো তাহলে কিছুই ক্ষতি হতো না। কিন্তু নির্মাতারা তেমনটা করেননি। বাঙালি অভিনেত্রী বলেছিলেন, একটি সিনেমায় যখন দু’জন নায়িকা থাকেন তখন অনিচ্ছা সত্ত্বেও এমন বিবাদ তৈরি হয়। পরিচালকরা ন্যায় বিচার করলে অবশ্য এমনটা হতো না বলেই মত মৌসুমীর। যদিও এরপর নাকি বাঙালি অভিনেত্রী প্রতিজ্ঞা করেছিলেন, রেখা কোনও ছবিতে নায়িকা থাকলে তিনি সেই সিনেমা করবেন না। যদিও পরবর্তীকালে রেখার সঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করেছিলেন মৌসুমী।