শাহরুখ খান (Shah Rukh Khan) এবং প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) বলিউডের (Bollywood) এমন দুই তারকা যাদের নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। দু’জনেই গ্লোবাল আইকন। নিজেদের কাজের মাধ্যমে পরিচিতি তৈরি করেছেন তাঁরা। একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে দেখাও গিয়েছে তাঁদের। যদিও তাঁদের অনস্ক্রিন রসায়নের চেয়ে বেশি আলোচনা হয়েছে অফস্ক্রিন সম্পর্ক নিয়ে।
বিবাহিত শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক একসময় ইন্ডাস্ট্রির গসিপের হট টপিক ছিল। এখনও বি টাউনের অন্দরে কান পাতলে এই নিয়ে নানান আলোচনা শোনা যায়। সরাসরি না বললেও, আকারে ইঙ্গিতে প্রিয়াঙ্কা নিজে বেশ কয়েকবার ‘বাদশা’র সঙ্গে নিজের সম্পর্কের কথা জানান দিয়েছেন।
শাহরুখ এবং প্রিয়াঙ্কা ‘ডন’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। সেই ছবিতে কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে দুই তারকার। পরবর্তীকালে সেকথা ছড়িয়ে পড়ে গোটা ইন্ডাস্ট্রিতে। এমনকি এও শোনা যায় যে, স্বামীর পরকীয়ার কথা জানতে পেরে গৌরী খান বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত অবধি নিয়ে নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। তবে প্রিয়াঙ্কা এবং শাহরুখের একসঙ্গে কাজ করায় নিষেধাজ্ঞা জারি করে দেন গৌরী।
এসব কাহিনী হয়তো অনেকেই জানেন, কিন্তু খুব কম মানুষই জানেন, শাহরুখ একবার সবার সামনে চর্চিত প্রেমিকা প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ‘ডন’ ছবিতে কাজ করার আগে থেকেই পরিচয় ছিল দু’জনের। সেই সময়ই প্রকাশ্যে ‘দেশি গার্ল’কে বিয়ের প্রস্তাব দেন ‘কিং খান’।
এই ঘটনা প্রিয়াঙ্কার বলিউডে পা রাখার আগের। একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তিনি। সেই প্রতিযোগিতার ফাইনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ। তিনি প্রশ্ন করেন, তিনজন অপশনের মধ্যে কাকে বিয়ে করতে চান প্রিয়াঙ্কা? প্রথম, আজহারউদ্দিনের মতো একজন খেলোয়াড় যিনি তাঁকে সারা বিশ্বে ঘোরাবেন এবং দেশের নাম উজ্জ্বল করবেন। দ্বিতীয়, কোনও বিরাট ধনী ব্যবসায়ী যিনি প্রিয়াঙ্কাকে ধনদৌলত দিয়ে মুড়ে রাখবেন। নাকি বলিউড সুপারস্টার শাহরুখ খানকে?
সকলকে চমকে দিয়ে প্রিয়াঙ্কা বলেন, তিনি খেলোয়াড়কে বিয়ে করবেন। কারণ তাঁর স্বামী যখন সারাদিন পরিশ্রমের পর বাড়ি ফিরবেন তখন তিনি তাঁকে উৎসাহ দেওয়ার জন্য থাকবেন। পাশাপাশি তাঁর স্বামী বিশ্বমঞ্চে দেশের নামও উজ্জ্বল করবেন। আর সেই কারণে তাঁর স্ত্রী হিসেবে প্রিয়াঙ্কা নিজেও গর্বিত হবেন। যদিও বিয়ের প্রস্তাবে শাহরুখকে রিজেক্ট করে দিলেও পরে কিন্তু তাঁর সঙ্গেই পরকীয়ায় লিপ্ত হয়েছিলেন প্রিয়াঙ্কা।