• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দ্বিতীয়বার মা হতে চলেছেন কোয়েল মল্লিক! ভাইরাল ছবিতে বেবি বাম্প দেখেই জল্পনা নেটপাড়ায়

Published on:

Tollywood actress Koel Mallick is reportedly pregnant again

টলিউডের (Tollywood) ইতিহাসের সেরা অভিনেত্রীদের (Actress) নামের তালিকা যদি তৈরি করা হয় তাহলে সেখানে অবশ্যই স্থান করে নেবেন কোয়েল মল্লিক (Koel Mallick)। সুপারস্টার রঞ্জিত মল্লিকের কন্যা হলেও নিজের দুর্দান্ত অভিনয় দক্ষতার মাধ্যমে স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন তিনি। আদায় করে অগাধ ভালোবাসা। অনস্ক্রিনে যেমন নানান চরিত্রে অভিনয় করেছেন, তেমনই সংসার সামলাতেও দারুণ পটু কোয়েল।

দুর্গাপুজো থেকে শুরু করে দিওয়ালি- সব উৎসবেই পরিবারের সঙ্গে মেতে থাকতে দেখা যায় রঞ্জিত কন্যাকে। সব মিলিয়ে টলিপাড়ার এই নামী অভিনেত্রী অত্যন্ত পারিবারিক একজন মেয়েও। শ্বশুর বাড়ি, বাপের বাড়ির সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে ভালোবাসেন তিনি। আর ঠিক সেই ভাবেই থাকেনও তিনি।

Koel Mallick, Koel Mallick family, Koel Mallick pregnant, Koel Mallick son

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই নামী অভিনেত্রী ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে নামী প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে সাত পাক ঘোরেন। কোয়েলের স্বামী নিসপাল সুরিন্দর ফিল্মসের কর্ণধার। বিয়ের আগে তাঁদের মধ্যে প্রায় ৫ বছরের সম্পর্ক ছিল। টানা পাঁচ দিন ধরে ধুমধাম করে চলেছিল নিসপাল- কোয়েলের বিয়ের অনুষ্ঠান।

২০১৫ সালে গাঁটছড়া বাঁধার পর ২০২০ সালে টলিপাড়ার এই তারকাজুটির ঘর আলো করে জন্ম নেয় তাঁদের ছেলে কবীর। এরপর থেকে ছেলেকে ঘিরেই আবর্তিত হয় সিং দম্পতির জীবন। তবে গত কয়েকমাস ধরে শোনা যাচ্ছে, দ্বিতীয়বার মা (Pregnant) হতে চলেছেন কোয়েল। ফের নাকি দাদু হতে চলেছেন টলি সুপারস্টার রঞ্জিত মল্লিক।

Koel Mallick, Koel Mallick family, Koel Mallick pregnant, Koel Mallick son

সোশ্যাল মিডিয়ায় নিমেষে ছড়িয়ে পড়ে কোয়েলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। এই সংবাদ ছড়ানোর নেপথ্যে ছিল একটি ছবি। নেটপাড়ায় কোয়েলের একটি ছবি  ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে, নীল রঙের একটি ড্রেস পরে রয়েছেন অভিনেত্রী। তাঁর হাতে রয়েছে একটি ফুল। মুখে লাজুক হাসি। তবে সবার নজর কাড়ে টলি ডিভার বেবি বাম্প।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)


ব্যস, এই ছবি ভাইরাল হওয়া মাত্রই শোনা যেতে থাকে ফের সন্তানের মুখ দেখতে চলেছেন কোয়েল। যদিও পরে জানা যায়, এই খবরে বিন্দুমাত্র সত্যতা নেই। কারণে নেটপাড়ায় রঞ্জিত-কন্যার যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি পুরনো। তাঁর ছেলে কবীরের জন্মের আগে এই ছবিটি তোলা হয়েছিল। আর সেই ছবি ভাইরাল হওয়ার পরই ছড়িয়ে পড়ে কোয়েলের দ্বিতীয়বার মা হওয়ার খবর। তবে অল্প সময়ের মধ্যেই প্রকাশ্যে এসে যায় আসল সত্যি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥