ধর্ম আর বিজ্ঞানের মিশেলে তৈরি জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘গৌরী এলো’ (Gouri Elo)। সিরিয়াল প্রেমীদের কাছে এই ধারাবাহিক নিয়ে বরাবরই কৌতূহলের অন্ত নেই। দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর অংশ এই ধারাবাহিকের নায়ক-নায়িকা ঈশান-গৌরীর (Ishan Gouri) অপার শক্তির কথা অজানা নয় কারও কাছেই।
তাই মা ঘোমটা কালি এবং মহাদেবের আশীর্বাদে মাঝেমধ্যেই ঈশান-গৌরীর হাত ধরে নানা ধরনের অলৌকিক কাণ্ডকারখানা দেখা যায় এই ধারাবাহিকে। দর্শকরাও ইতিমধ্যে যার সাক্ষী থেকেছেন বহুবার। যার পিছনে সত্যিই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। পর্দায় এই গৌরির চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী মোহনা মাইতি (Mohona Maiti)।
ঘোষাল বাড়ির প্রচলিত কথা অনুযায়ী দেখা যায় স্বয়ং মহাদেবের অংশের সাথে দেবী পার্বতীর অংশের মহামিলন হওয়ার সাথে সাথেই দেখা যায় প্রচন্ড প্রলয়ের সাথে সাথেই নিমেষের মধ্যে খসে পড়ে ঘোমটা কালীর ঘোমটার চাঙড়। এরপর শৈল মায়ের চক্রান্তে ধারাবাহিকে মৃত্যু হয়েছে নায়ক অর্থাৎ ডাক্তার ঈশান ঘোষালের।
তবে ঠাকুর দেবতার সিরিয়ালে এমন রোমান্টিক দৃশ্য দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে একেবারে ছি ছি পরে গিয়েছিল। যা নিয়ে সম্প্রতি চ্যানেল ‘ওই স্পট ইউ’তে মুখ খুলেছিলেন সিরিয়ালের নায়িকা গৌরী অভিনেত্রী মোহনা মাইতি।
এ প্রসঙ্গে মোহনা বলেছেন ‘এটা তো আগে থেকেই জানা ছিল ঈশান-গৌরী মানে দেবী আর মহাদেবের মিলন হলে ঘোমটা কালির ঘোমটা উঠবে। তাই বিষয়টা নিয়ে অনেক কথা হচ্ছে ঠিকই,তবে হ্যাঁ কারও কারও বিষয়টা ভালো লেগেছে আবার কারও পছন্দ হয়নি। তবে হ্যা ঠিক আছে’।