• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুপারস্টার দেবকে রিজেক্ট করলেন শ্রাবন্তী! নিজের মুখেই আক্ষেপ প্রকাশ অভিনেতার

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) হিট জুটিগুলির মধ্যে একটি হল দেব (Dev) এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) জুটি। একসঙ্গে বেশ কয়েকটি হিট ছবিতে (Movie) কাজ করেছেন তাঁরা। দেব-শ্রাবন্তীর রসায়নও বেশ পছন্দ দর্শকদের। কিন্তু অনেকটা সময় হয়ে গেল পর্দায় একসঙ্গে দেখা যায়নি দু’জনকে। স্বাভাবিকভাবেই অনুরাগীরা তাঁদের জুটির রসায়নটাকে বেশ মিস করেন।

এই মুহূর্তে টলিপাড়ার ব্যস্ততম অভিনেতাদের মধ্যে একজন হলেন দেব। একের পর এক ছবি রিলিজ হচ্ছে অভিনেতা। শনিবার নববর্ষের দিন নতুন ছবি ‘প্রধান’এর কথা ঘোষণা করেছেন অভিনেতা। সেই সঙ্গেই ব্যোমকেশ রূপে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবির প্রথম পোস্টারও সামনে এসেছেন। সব মিলিয়ে গতকাল একেবারে হালকা মেজাজে ছিলেন টলি সুপারস্টার।

   

Dev

নববর্ষ উপলক্ষ্য অনুরাগীদের সঙ্গে টুইটারে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজনও করেছিলেন দেব। ২০ মিনিট ধরে চলা সেই প্রশ্নোত্তর পর্বে অনুরাগীদের নানান জিজ্ঞাসার জবাব দেন অভিনেতা। তখনই একজন নেটাগরিকের প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, শ্রাবন্তী তাঁর দেওয়া ছবির অফার ফিরিয়ে দিয়েছেন।

সুপারস্টার হলেও দেব বরাবর মাটির মানুষ হয়েই থেকেছেন। নিজেই এই চরিত্রগুণেই বাকিদের থেকে আলাদা হয়ে উঠেছেন তিনি। গতকালও তাই চেষ্টা করেছেন যত বেশি সম্ভব অনুরাগীদের প্রশ্নের উত্তর দেওয়ার। সেই প্রশ্নোত্তর পর্বেই একসময়কার সহ-অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে কাজ করা নিয়ে মুখ খোলেন অভিনেতা।

Dev and Srabanti Chatterjee

দেবকে তাঁর একজন অনুরাগী জিজ্ঞেস করেন, ‘দাদা তোমার আর শ্রাবন্তীদির সামনে কি কোনও সিনেমা আসতে পারে?’ জবাবে একটি দুঃখের ইমোজি সহযোগে অভিনেতা লেখেন, ‘অফার করেছিলাম, বলল ডেট নেই’। সেই সঙ্গেই অভিনেতা অবশ্য এও বলেন, শ্রাবন্তী তাঁর খুব প্রিয়।

Srabanti Chatterjee rejected Dev's movie

প্রসঙ্গত উল্লেখ্য, একসময় টলিপাড়ার হিট জুটিগুলির মধ্যে একটি ছিল দেব-শ্রাবন্তী। ‘দুজনে’, ‘সেদিন দেখা হয়েছি’, ‘শুধু তোমারই জন্য’, ‘বুনোহাঁস’ সহ একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। এরপর বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে দু’জনকে একসঙ্গে পর্দায় দেখা যায় না। স্বাভাবিকভাবেই তাঁদের অনুরাগীরা চাইছিলেন, ফের পর্দায় ফিরুক দেব-শ্রাবন্তী ম্যাজিক। তবে এখনই যে সেটা সম্ভব হচ্ছে না তা জানিয়ে দিলেন দেব।

site