সোনার (Gold) গয়না তো আমরা প্রত্যেকেই দেখেছি। কিন্তু সোনার হোটেল (Gold plated hotel) কি আপনি দেখেছেন? শুনতে অবাক লাগলেও এই বিশ্বেই এমন একটি হোটেল রয়েছে যা সম্পূর্ণ সোনায় মোড়া। বেডরুম থেকে শুরু করে বাথরুম- সব কিছু সোনার। আজকের প্রতিবেদনে বিশ্বের প্রথম সোনার হোটেল, ‘ডলস হ্যানয় গোল্ডেন লেক’এর (Dolce Hanoi Golden Lake) নানান অজানা তথ্য তুলে ধরা হল।
এই পৃথিবী যেমন বৈচিত্রময়, তেমনই এই পৃথিবীতে বসবাসকারী মানুষদের শখও ভীষণ বৈচিত্রময়। সেই জন্যই তো সম্পূর্ণ সোনায় মোড়া আস্ত একটি হোটেল (Gold hotel) রয়েছে এখানে। ভিয়েতনামের রাজধানী হ্যানয়েতেই স্বর্ণ ধাতুতে মোড়া এই অনন্য হোটেল রয়েছে। এখানে এক রাত কাটানোর ভাড়া শুনলে মাথা ঘুরে যেতে পারে আপনার।
ভিয়েতনামের হ্যানয়ের এই হোটেলের মেঝে থেকে শুরু করে ছাদ- সবকিছু স্বর্ণ ধাতু দিয়ে তৈরি। ২৫ তলার পাঁচ তারা এই হোটেলে মোট ৪০০টি ঘর রয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই হোটেলের দেওয়ালে মোট ৫৪,০০০ বর্গফুটে সোনার প্রলেপ দেওয়া টাইলস রয়েছে।
কর্মচারীদের বিশেষ পোশাক- ডলস হ্যানয় গোল্ডেন লেকের কর্মচারীদের অনন্য ড্রেস কোড রয়েছে। এখানকার প্রত্যেক কর্মচারী লাল এবং সোনালি রঙের পোশাক পরেন। এছাড়াও এই হোটেলের সকল আসবাবপত্রও কিন্তু সোনায় মোড়া।
সোনার সুইমিং পুল এবং গেমিং ক্লাব- ভিয়েতনামের এই হোটেলের ছাদে একটি সুইমিং পুল রয়েছে। এটিও সোনায় মোড়া। ২০০৯ সালে তৈরি এই হোটেলের ছাদে অবস্থিত ইনফিনিটি পুলের প্রত্যেকটি ইটকে সোনা দিয়ে মোড়া হয়েছে। জানা গিয়েছে, সোনা মানসিক চাপ দূরে করে সেই বিশ্বাস থেকেই তৈরি হয়েছে এই হোটেল। এছাড়াও এই বিলাসবহুল হোটেলে গেমিং ক্লাবও রয়েছে। আপনি চাইলে সেখানে পোকার, ক্যাসিনোর মতো খেলা খেলতে পারেন এবং অর্থ উপার্জন করতে পারেন।
ভাড়া কত?- মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সোনার মোড়া এই পাঁচ তারা হোটেলের ভাড়া শুরু হয় ২০ হাজার টাকা থেকে। আপনি যদি ডাবল বেডরুম বিশিষ্ট একটি স্যুটে একরাত কাটাতে চান তাহলে খরচ হবে প্রায় ৭৫ হাজার টাকা।এছাড়াও এই লাক্সারি হোটেলে প্রেসিডেন্সিয়াল স্যুটও রয়েছে। জানা গিয়েছে, বিশ্বের প্রথম সোনার হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুটে এক রাত থাকার খরচ হল প্রায় ৪.৮৫ লাখ টাকা।