দিনের পর দিন টিআরপি (TRP) তলানিতে ঠেকলেই এখন বাংলা টেলিভিশনের পর্দায় সফর শেষ হচ্ছে নতুন পুরনো যে কোনো সিরিয়ালের। এটাই এখন বাংলা সিরিয়ালের (Bengali Serial) নতুন ট্রেন্ড। কারও বয়স মাত্র তিন মাস তো কারো বড় জোর ছ’মাস। কিন্ত এবার সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে মাত্র ২ মাসেই বন্ধের মুখে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘বালিঝড়’ (Balijhor)।
একটু ভালো করে দেখলে দেখা যাবে স্টার জলসার (Star Jalsha) ট্রাক রেকর্ডেই আছে টিআরপির অভাবে অল্প সময়ে সিরিয়াল বন্ধ করে দেওয়ার প্রবণতা। ইতিপূর্বে এই চ্যানেলে ‘বৌমা একঘর’ কিংবা ‘মাধবীলতা’র মতো সিরিয়ালও শেষ হয়েছে মাত্র তিন মাসে। এবার সেই রেকর্ডেও ছাপিয়ে যেতে চলেছে লীনা গাঙ্গুলীর লেখা একেবারে নতুন সিরিয়াল ‘বালিঝড়’।
জানা যাচ্ছে তৃণা সাহা ,কৌশিক রায় এবং ইন্দ্রাশিস রায়ের তারকাখচিত এই ত্রিকোণ প্রেমের কাহিনী বিগত মাসে টিআরপি তালিকায় ছাপ ফেলতে পারেনি একেবারেই। তাই প্রতিপক্ষ চ্যানেলের ২ বছরের পুরনো সিরিয়াল ‘মিঠাই’কে ধূলিসাৎ করতে এসে এবার নিজেরাই মিশে ধুলোয়।
শোনা যাচ্ছে ঝোড়া মহার্ঘের মিল করিয়েই বন্ধ করে দেওয়া হবে এই সিরিয়াল। এই মন খারাপের আবহের মধ্যেই বালিঝড় শেষের জল্পনা উস্কে দিয়েছে এই সিরিয়ালের নায়িকা ঝোড়া অভিনেত্রী তৃণা সাহার (Trina Saha) সোশ্যাল মিডিয়া পোস্ট।
এদিন বালিঝড়ের একটি ফ্যান পেজের তৈরী করা পোস্ট নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেখানে লেখা ছিল, ‘ঝোড়া-মহার্ঘ্যর প্রতি একটু একটু মুগ্ধ হওয়া, মায়ায় জড়িয়ে পড়া, দু’জনের রসায়ন তৈরি হওয়া! শ্বশুরমশাইয়ের সঙ্গে ঝোড়ার বন্ডিং, সমুদ্র সেনের পর্দা ফাঁস, ঝোড়ার রাজনীতে পা— সব হেরে গেল রেটিংয়ের কাছে! ভাগ্য খারাপ। না হলে গল্প, অভিনয় কোনও ক্ষেত্রেই ঘাটতি রাখেনি টিম।’
আর এবার সিরিয়াল শেষের জল্পনা প্রসঙ্গে নীরবতা ভাঙলেন খোদ লেখিকা লীনা গাঙ্গুলি। সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সাথে এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন সিরিয়াল বন্ধের বিষয়ে তিনি এখনও পর্যন্ত কিছুই জানেন না। এছাড়া বেশি টি আর পি পাওয়ার জন্য গল্পেও নতুন করে কোনো পরিবর্তন আনবেন না বলেই জানিয়েছেন তিনি।