কথায় আছে শিল্পীর মৃত্যু নেই। একথাই খাটে বাংলার বিখ্যাত কার্টুনিস্ট (Cartoonist) নারায়ণ দেবনাথের (Narayan Debnath) ক্ষেত্রেও। তিনি এবং তাঁর অমর সৃষ্টি ‘নন্টেফন্টে’ (Nonte Fonte) না থাকলে বাঙালির ছোটবেলাটা এত সুন্দর হতো না। স্বর্গীয় এই শিল্পীর কালজয়ী সৃষ্টি নন্টে ফন্টের হাত ধরেই বাঙালি পৌঁছে গিয়েছে কমিক্সের (Comics) এক অজানা জগতে। তাই নন্টে ফন্টে কিংবা কেল্টুদার (Keltu Da) মত চরিত্ররা অজানা নয় কারও কাছেই।
তাই মৃত্যুর পরেও তিনি জীবিত রয়েছেন তাঁর অমর সৃষ্টির মধ্যে দিয়ে। আর এবার নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের এই কমিক্স এর চরিত্ররাই বইয়ের পাতা থেকে সোজা একেবারে উঠে আসতে চলেছে সেলুলয়েডের পর্দায়,অর্থাৎ তৈরী হতে চলেছে বাংলা সিনেমা (Bengali Cinema)। ১২ বছরের দুই খুদে নন্টে ফন্টে জ্বালায় অতিষ্ঠ গোটা গ্রামের মানুষজন।
তাই তাদের হাত থেকে রেহাই পেতেই পরিবারের লোকজন তাদের হাতি স্যারের কাছে পড়ার জন্য পাঠিয়ে দিয়েছে। নন্টে নাকি ফন্টে, কে বেশি বড় তা নিয়েই সারাক্ষণ ঝামেলা লেগেই থাকে তাদের। এসবের মধ্যেই হাজির আর এক জনপ্রিয় চরিত্র কেল্টু দা।
এই কেল্টুদা সারাক্ষণ নন্টে ফন্টেকে হাতি স্যারের সামনে বিপদে ফেলার চেষ্টা করে। এখন সিনিয়র কেল্টুদার কেল্লা ফতে করে নন্টে কিভাবে বাজিমাত করে তা বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। এমনিতে বাচ্চাদের নিয়ে এর আগেও বাংলায় অনেক সিনেমা তৈরি হয়েছে। তবে এই প্রথম নারায়ণ দেবনাথের জনপ্রিয় এই কমিক চরিত্র নিয়ে সিনেমা তৈরি হতে চলেছে বাংলায়।
জানা যাচ্ছে অনির্বান চক্রবর্তী পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন পরান বন্দ্যোপাধ্যায়,অম্লান মজুমদার, শুভাশিস মুখার্জি, সুমিত সমাদ্দার, বিশ্বজিৎ চক্রবর্তী, পার্থসারথি দেব সহ আরও অন্যান্যরা। সম্প্রতি এই সিনেমার অভিনেতা এবং স্ক্রিপ্ট রাইটার অম্লান মজুমদার এই সিনেমায় তার অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন এর আগে তিনি অনেক অভিনয় করেছেন অনেক চিত্রনাট্য লিখেছেন কিন্তু নন্টে ফন্টে ফন্টে নাকি তার জীবনে এক আলাদা অনুভূতি বহন করছে।
তার অন্যতম কারণ একসময় স্বর্গীয় নারায়ণ দেবনাথ নাকি তাঁকে নিজের হাতে ৮০০ টা কমিক্স তুলে দিয়েছিলেন পড়ার জন্য। তাই তাঁর মত এমন একজন কিংবদন্তির হাত থেকে পাওয়া কমিক্স উপহার হিসেবে পাওয়া তার কাছে সত্যিই ভাগ্যের ব্যাপার। আর তাঁরই লেখা কমিক্সে প্রথমবার অভিনয় এবং লেখার সাথে যুক্ত থাকতে পেরে নিজেকে বেশ ভাগ্যবান মনে করেছেন অভিনেতা।
জানা গিয়েছে আগেই নাকি শুরু হয়েছিল এই সিনেমার শুটিংয়ের কাজ। তবে করোনার কারণে নাকি বহুবার পিছিয়েছে শুটিং। তবে এবার সেই শুটিং শেষ হতে চলেছে। সিনেমায় নন্টে ফন্টে চরিত্রে অভিনয় করেছেন চৌধুরী এবং সোহম বসু। সিনেমায় সংগীতের দায়িত্বে অনুপম রায়। এখনও পর্যন্ত যা খবর আগামী মাসেই মাঝামাঝি সময়ের দিকে এই সিনেমা মুক্তি পেতে পারে।