বাংলা টেলিভিশনের পর্দায় এখন নতুন সিরিয়ালের (New Serial) মেলা। একটা সিরিয়াল শেষ হতে না হতেই জায়গা নিচ্ছে একাধিক নতুন সিরিয়াল। আসলে এটাই এখন বাংলা সিরিয়ালের (Bengali Serial) নতুন ট্রেন্ড। তবে একথা কিন্তু মানতেই হবে দিনের শেষে সিরিয়ালও একটা ব্যবসা সব সিরিয়ালের ক্ষেত্রেই এখন শেষ কথা বলে টিআরপি (TRP)।
দিনের পর দিন টিআরপি তলানিতে ঠেকলেই অসময়ে বন্ধ হয়ে যাচ্ছে (Air Off) নতুন পুরনো যে কোনো সিরিয়াল।কারও বয়স মাত্র দু’মাস তো কারো বড় জোর ছ’মাস। একটু ভালো করে দেখলে দেখা যাবে স্টার জলসা ট্রাক রেকর্ডেই আছে টিআরপির অভাবে অল্প সময়ে সিরিয়াল বন্ধ করে দেওয়ার প্রবণতা।
ইতিপূর্বে এই চ্যানেলে ‘বৌমা একঘর’ কিংবা ‘মাধবীলতা’র মতো আনকোরা বিষয়বস্তু সিরিয়ালও শেষ হয়েছে মাত্র তিন মাসে। এবার তারও কম সময়ে মাত্র দু মাসেই শেষ হতে চলেছে জনপ্রিয় লেখিকা গাঙ্গুলীর লেখা একেবারে নতুন সিরিয়াল ‘বালিঝড়'(Balijhor)।
তারকাখচিত এই সিরিয়ালের শুরু থেকেই টিআরপি উঠছে না একেবারেই। দু’মাস হয়ে গেলেও টিআরপিতে কোনো হেলদোল নেই। তাই ভালো ফল না করায় এবার এই সিরিয়াল বন্ধ করে দেওয়ার পথে হাঁটছেন চ্যানেল কর্তৃপক্ষ। কৌশিক রায়, তৃণা সাহা এবং ইন্দ্রাশিস রায়ের এই ত্রিকোণ প্রেমের কাহিনী বন্ধেরখবর মিলতেই মন খারাপ অনুরাগীদের।
শোনা যাচ্ছে ঝোড়া মহার্ঘের মিল করিয়েই বন্ধ করে দেওয়া হবে এই সিরিয়াল। ইতি মধ্যেই চ্যানেল কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছে, নতুন সিরিয়াল রামপ্রসাদের টাইম স্লট। যা দেখে বোঝাই যাচ্ছে আগামী ১৭ এপ্রিল থেকে বালিঝড়ের জায়গা নিতে চলেছে এই সিরিয়ালটি।আর তারপর থেকে বালিঝড়ের নতুন সময় ঘোষণা না করায় দর্শকরা একপ্রকার ধরেই নিচ্ছেন এবার বন্ধের মুখে বালিঝড়।
এরই মধ্যে কানাঘুষে শোনা যাচ্ছে এই সিরিয়ালটির জন্য নাকি আগে থেকেই মাত্র ৭০ দিনের গল্প লিখেছিলেন লেখিকা লীনা গাঙ্গুলী। অর্থাৎ সম্প্রচারের আগেই ঠিক হয়ে গিয়েছিল সিরিয়াল বন্ধের তারিখ। যদিও এমনটা একেবারেই আশা করেনি দর্শকরা । যার অন্যতম কারণ এই সিরিয়ালের এক ঝাঁক নামিদামি অভিনেতা অভিনেত্রীদের উপস্থিতি। তবে যদি সত্যিই আগামী ১৭ এপ্রিল বালিঝর শেষ হয়ে যায় তাহলে বাংলা সিরিয়ালের ইতিহাসে এটাই প্রথম সিরিয়াল হবে যা মাত্র দু মাসেই শেষ হয়ে যাবে।