• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বয়সের সাথে বেড়েছে ওজন, বলিরেখা! ‘মোটা’ বলে কটাক্ষ করতেই যোগ্য জবাব দিলেন ‘অনুপমা’ রুপালী

হিন্দি টেলি (Television) দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী (Actress) হলেন রূপালি গাঙ্গুলি (Rupali Ganguly)। বাঙালি এই অভিনেত্রী সেখানকার হাইয়েস্ট পেইড সেলেবদের মধ্যে একজন। এই মুহূর্তে বেশিরভাগ দর্শকের কাছেই অবশ্য রূপালির পরিচিতি ‘অনুপমা’ (Anupamaa) নামে। যদিও এটি তাঁর প্রথম ধারাবাহিক নয়। এর আগেও ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

দুর্দান্তভাবে অভিনয় কেরিয়ার শুরু করার পর মাঝখানে কিছুটা সময় পর্দা থেকে দূরে সরে ছিলেন রূপালি। এরপর স্টার প্লাসের ‘অনুপমা’র হাত ধরে কামব্যাক করেন তিনি। এখন অবশ্য তাঁর কেরিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী। পর্দার ‘অনুপমা’র একাধিক ফ্যান পেজও রয়েছে। তবে শুনলে অবাক হবেন, একসময় এই রূপালিকেই প্রচুর কটাক্ষ শুনতে হয়েছে।

   

Rupali Ganguly, Rupali Ganguly body shaming

আসলে সন্তান জন্মের পর ‘অনুপমা’ অভিনেত্রীর ওজন বেশ বেড়ে গিয়েছিল। সে কারণে প্রচুর ট্রোল (Troll) হতে হয়েছে তাঁকে। অবশ্য শুধুমাত্র নেটিজেনরাই নন, রূপালিকে তাঁর কাছের অনেক মানুষও নাকি ‘মোটা মহিলা’  (Body shaming) বলে কটাক্ষ করতেন। অভিনেত্রী নিজেই একবার এই বিষয়ে এই মুখ খুলেছিলেন।

রূপালি জানিয়েছিলেন, গর্ভাবস্থার সময় প্রচুর জটিলতার মধ্যে দিয়ে গিয়েছিলেন তিনি। সন্তান জন্মের পরেই আবার থাইরয়েড ধরা পড়ে তাঁর। স্বাভাবিকভাবেই অভিনেত্রীর লাইফস্টাইল সম্পূর্ণ বদলে গিয়েছিল। সেই সঙ্গেই বেড়ে গিয়েছিল তাঁর ওজন। রূপালির কথায়, ‘আচমকা আমার ওজন বেড়ে গিয়ে ৮৩ কেজি হয়ে যায়। একটা সময় এমন হয়ে গিয়েছিল যে আমার দু’টো গোড়ালি আমার শরীরের ওজন নিতে পারছিল না। আর এই সময়ই লোকে আমায় দেখলেই বলতো ‘তুমি এত মোটা হয়ে গেছো?’

Rupali Ganguly, Rupali Ganguly body shaming

পর্দার ‘অনুপমা’র সংযোজন, ‘আমার খুব কাছের মানুষরাও আমায় কটাক্ষ করতেন। আমার নানান ধরণের কথা শুনতে হতো। একবার আমার এক বান্ধবী এও বলেছিল, তুমি তো আন্টি হয়ে গেছ। যে কোনও মানুষের জীবনে এই কথাগুলি প্রচণ্ড প্রভাব ফেলে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন আপনাকে মোটা বলার অধিকার কোনও মানুষের নেই’।

সবশেষে মহিলাদের যোগ্য জবাব দেওয়ার পরামর্শ দিয়ে রূপালি বলেন, ‘সব সময় আমার ট্রোলড হতে হতো। অনেকেই আমায় বলতো তোমার মুখে বলিরেখা দেখা দিয়েছে। তখন মানসিকভাবে ভেঙে পড়লেও এখন আমি অনেক শক্তিশালী হয়ে গিয়েছি। এখন আমি নিজেই বলি আমার মুখে বলিরেখা দেখা দিয়েছে। আমি যেমনই হই সেই জন্য আমি গর্বিত। নিজেকে আমি মেনে নিতে শিখেছি। যে সকল মহিলারা এমন পরিস্থিতির শিকার, তাঁদের আমি একটাই কথা বলতে চাই, আপনারাও যোগ্য জবাব দিতে শিখুন’।

site