• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাজ কাপুর-নার্গিসের অবৈধ সন্তান! মায়ের কুকীর্তির ফাঁস হতেই তছনছ ডিম্পলের সুখী জীবন

Published on:

truth behind Dimple Kapadia child of Raj Kapoor and Nargis rumours in Bollywood

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির (Bollywood) অন্দরে অনেক অজানা কাহিনী, গসিপ (Gossip) লুকিয়ে রয়েছে। যার মধ্যে কিছু জিনিস সামনে আসে, আবার কিছু জিনিস চিরকাল পর্দার আড়ালেই থেকে যায়। সম্প্রতি যেমন বি টাউনের দুই কিংবদন্তি তারকা রাজ কাপুর (Raj Kapoor), নার্গিস (Nargis) এবং তাঁদের অবৈধ সন্তানের অস্তিত্ব নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। আর সেই অবৈধ সন্তান হলেন বলিউডের আর এক নামী অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia)!

১৯৭৩ সালে রাজ কাপুরের ‘ববি’র হাত ধরে ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু হয়েছল ডিম্পলের। সেই সিনেমায় রাজের ছেলে তথা প্রখ্যাত অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। সেই ছবির গগনচুম্বী সাফল্যের পর রাতারাতি তারকা হয়ে যায় অক্ষয় কুমারের শাশুড়ি এবং এরপর থেকেই তাঁর বাবা-মায়ের পরিচয় নিয়ে শুরু হয় চর্চা। অনেকেই দাবি করতে থাকেন, ডিম্পল রাজ এবং নার্গিসের অবৈধ সন্তান। কয়েক বছর পর প্রকাশ্যে আসে আসল সত্যি।

Raj Kapoor and Nargis, Raj Kapoor and Nargis daughter, Raj Kapoor Nargis and Dimple Kapadia

রাজ কাপুর এবং নার্গিস প্রায় ৮ বছর সম্পর্কে ছিলেন। কিন্তু ঋষি কাপুরের বাবা যখন অভিনেত্রীকে বিয়ে করতে পারবেন না বলে জানিয়ে দেন, তখন তিনি সুনীল দত্তের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। সুখী দাম্পত্য জীবন ছিল তাঁদের। কিন্তু ডিম্পলের বলিউড ডেবিউর পর থেকেই রাজ এবং নার্গিসের অবৈধ সন্তান হিসেবে অনেকে তাঁকে বিবেচিত করতে শুরু করেছিলেন। সৌজন্যে ছিল নার্গিসের সঙ্গে ‘ববি’ নায়িকার মুখের মিল।

Raj Kapoor and Nargis, Raj Kapoor and Nargis daughter, Raj Kapoor Nargis and Dimple Kapadia

শুধু তাই নয়, শোনা যায়, ‘ববি’তে যেভাবে ঋষি এবং ডিম্পলের দেখা হয়েছিল, বাস্তব জীবনে ঠিক সেভাবেই প্রথম দেখা হয়েছিল রাজ এবং নার্গিসের। বেশ কয়েক বছর আগে এই নিয়ে মুখ খুলেছিলেন অক্ষয়ের শাশুড়ি নিজে। অভিনেত্রী ইয়ার্কির ছলেই বলেছিলেন, ‘আবার ব্যাপারে শোনা সবচেয়ে অদ্ভুত গুজব এটা। আপনি ভাবতে পারছেন আমি সঞ্জয় দত্তের সৎ বোন?’

Raj Kapoor and Nargis, Raj Kapoor and Nargis daughter, Raj Kapoor Nargis and Dimple Kapadia

অভিনেতা-সঞ্চালক অনু কাপুরের কথায় নার্গিসও নাকি এই  বিষয়ে মুখ খুলেছিলেন। সুনীল দত্তের স্ত্রী বলেছিলেন, ‘কখন, কীভাবে এই গুঞ্জনের সূত্রপাত হয়েছিল সেই বিষয়ে আমার বিন্দুমাত্র ধারণা নেই। আমি শুধু এটুকু বলতে পারি, যিনি এই গুজবের সূত্রপাত করেছিলেন তাঁর মস্তিষ্ক একেবারে নোংরা। শুধুমাত্র আমার ‘আওয়ারা’ ছবির সঙ্গে রাজ কাপুরের ‘ববি’তে ডিম্পলের সিকুয়েন্সের কিছু মিল আছে তাই বলে এমন কিছু ধরে নেওয়া খুব খারাপ’।

নার্গিসের সংযোজন, ‘ঈশ্বর মাফ করবেন, যদি এমনটা হয়েও থাকতো আমি কখনও নিজের মেয়েকে অস্বীকার করতাম না। ডিম্পল খুব বিচক্ষণ মেয়ে যে সম্পূর্ণ বিষয়টি মজার ছলে নিয়েছে। আমার স্বামী এই বিষয়টিকে পাত্তা দেয় নি, মেয়েরা হেসে উড়িয়ে দিয়েছে। শুধুমাত্র আমার ছেলে সঞ্জয় একটি কষ্ট পেয়েছে। কিন্তু ও ঠিক বুঝবে। আমি এই বিষয়ে কথা বলে বিষয়টিকে আর কোনও গুরুত্ব দেব না’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥