বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) ব্যস্ততম নায়িকাদের মধ্যে একজন হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। এবার সেই নায়িকাই বলিউডের (Bollywood) হ্যান্ডসাম অভিনেতা ভিকি কৌশলের (Vicky Kaushal) বাবা শ্যাম কৌশলের (Sham Kaushal) সঙ্গে নতুন ইনিংস শুরু করতে চলেছেন। গত কয়েকদিন ধরেই এই সংবাদে ছেয়ে গিয়েছে সংবাদমাধ্যমগুলি। সেই সঙ্গেই হইচই পড়ে গিয়েছে টলিউডেও।
শ্রাবন্তী এমন একজন অভিনেত্রী যিনি নতুন-পুরনো সব পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। সেই তালিকায় নবতম সংযোজন হলেন ‘অভিযাত্রিক’ পরিচালক শুভ্রজিৎ মিত্র। পরিচালকের আসন্ন মেগা বাজেট ছবি ‘দেবী চৌধুরীনী’তে (Devi Chaudhurani) মুখ্য চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। ভবানী পাঠকের ভূমিকায় থাকবেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।
কয়েকদিন আগেই ‘দেবী চৌধুরানী’র স্ক্রিপ্ট রিডিং সেশনে বুম্বাদাকে দেখা গিয়েছিল। এবার সেই ছবির স্ক্রিপ্ট হাতে দেখা গেল বি টাউনের নামী অ্যাকশন ডিরেক্টর এবং ভিকির বাবার শ্যামকে। সম্প্রতি শুভ্রজিৎ নিজে ফেসবুকে এই ছবিটি শেয়ার করেছেন। ‘বাজিরাও মস্তানি’, ‘পোন্নিয়িন সেলভান ২’র মতো ছবির অ্যাকশন ডিরেক্টর এবার টলিউডে কাজ করবেন এই খবর প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবে হইচই পড়ে গিয়েছে ইন্ডাস্ট্রিতে।
সম্প্রতি জি ২৪ ঘণ্টা ডিজিটালের তরফ থেকে এই বিষয়ে শুভ্রজিতের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিচালক বলেন, ‘ওনার চিত্রনাট্য পড়ে খুব ভালোলেগেছে। ওনার মনে হয়েছে উনি এই ছবিতে অবদান রাখতে পারবেন। আর সেই কারণেই ছবিটি করতে রাজি হয়েছেন’। শুভ্রজিৎ এও জানিয়েছেন, ‘দেবী চৌধুরানী’র চিত্রনাট্য পড়ে শ্যামের এতটাই ভালোলেগেছে যে তিনি এই সিনেমার জন্য নিজের পারিশ্রমিকও কমিয়েছেন।
শ্রাবন্তী-প্রসেনজিৎ অভিনীত সিনেমায় সন্ন্যাসী বিদ্রোহ অনেকখানি গুরুত্ব সহকারে দর্শিত হবে। সেই বিদ্রোহ দমন করতে ভালোরকমের বেগ পেতে হয়েছিল ব্রিটিশদের। সেই জন্য অ্যাকশনের দিকটি মাথায় রেখেই শ্যামের সঙ্গে যোগাযোগ করা হয়।
এই মুহূর্তে ‘দেবী চৌধুরানী’র প্রি-প্রোডাকশনের কাজ চলছে। বর্ষাকালের পর শুরু হবে সিনেমার শ্যুটিং। পুরুলিয়া, বীরভূম হয়ে ডুয়ার্স- প্রায় সম্পূর্ণ বাংলা জুড়ে শুভ্রজিতের ছবির শ্যুটিং হবে। পরিচালক জানান, শ্যামের যে টিম ‘বাজিরাও মস্তানি’তে কাজ করেছিলেন তাঁরাই কলকাতায় আসবেন এবং ওয়ার্কশপ করাবেন। শ্রাবন্তী-প্রসেনজিতের ‘দেবী চৌধুরানী’ যে বাংলা সিনেমার ইতিহাসে অত্যন্ত আইকনিক একটি ছবি হতে চলেছে তা কিন্তু এখন থেকেই বেশ বোঝা যাচ্ছে।