• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাজের চিন্তায় উড়েছিল রাতের ঘুম! দুর্দান্ত কামব্যাকের আগে অন্ধকার সময়’ নিয়ে মুখ খুললেন জিৎ

Published on:

Tollywood,Jeet,Career,actor,failure,gossip,Tollywood gossip,entertainment,Chengiz,টলিউড,জিৎ,কেরিয়ার,অভিনেতা,ব্যর্থ,গসিপ,টলিউড গসিপ,চেঙ্গিজ,বিনোদন

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত উজ্জ্বল এক তারকা হলেন জিৎ (Jeet)। এই মুহূর্তে ইন্ডাস্ট্রির প্রথম সারির শিল্পীদের নাম তৈরি করা হলে অবশ্যই সেখানে স্থান করে নেবেন তিনি। টলিউডের ‘বস’ তিনি। অভিনয় করেছেন প্রচুর সুপারহিট ছবিতে। তবে কেরিয়ারের শুরুতেই কিন্তু জিৎ এত সাফল্য পাননি। বরং অনেক লড়াই করে এই স্থান আদায় করতে হয়েছে তাঁকে।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নামী সুপারস্টার হলেও জিতের কেরিয়ার (Career) শুরু হয়েছিল তেলেগু ইন্ডাস্ট্রির হাত ধরে। কিন্তু সেই ছবি চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। ২০০১ সালে তেলেগু ছবি ‘চাঁদু’র হাত ধরে ডেবিউ করেছিলেন জিৎ। বক্স অফিসে চরম ফ্লপ হয় সেই সিনেমা। এছাড়া কেরিয়ারের শুরুতে একটি টেলিভিশন শো থেকেও বাদ দেওয়া হয়েছিল অভিনেতাকে।

Jeet-normal-guy-to-suparstar

কেরিয়ারের শুরুর দিকের ‘কঠিন সময়’ নিয়ে কথা বলতে গিয়ে জিৎ বলেন, ‘কেরিয়ারের শুরুতে আমার প্রচুর ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে। পারফর্ম করতে পারিনি বলে একটি টেলিভিশন শো থেকে আমায় বাদ দিয়ে দেওয়া হয়। এরপর একটি তেলেগি সিনেমা কাজ করেছিলাম। কিন্তু সেই ছবিটিও চূড়ান্ত ব্যর্থ হয়েছিল’।

টলিপাড়ার ‘বস’এর সংযোজন, ‘নিজেকে নিয়ে মনের মধ্যে সন্দেহ দানা বাঁধতে আরম্ভ করেছিল। আমার শুধু মনে হতো আমি কি এই পেশার জন্য আদৌ ঠিক ব্যক্তি? অভিনয় চালিয়ে যাব নাকি ছেড়ে দেব? একটা সময় আমি প্রচুর নিদ্রাহীন রাত কাটিয়েছি। তবে ঈশ্বরের আশীর্বাদে এখন সবকিছু ঠিক আছে’।

Jeet Chengis

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাঁদু’ ফ্লপ হওয়ার পর সেই বছর অক্টোবর মাসেই কলকাতায় চলে আসেন জিৎ। তখনই পরিচালক হরনাথ চক্রবর্তী অভিনেতাকে স্টুডিওয় দেখা করার প্রস্তাব দেন। এরপর সুপারহিট ‘সাথী’র হাত ধরে টলিউডে পা রাখেন অভিনেতা। ব্যস, এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে।

আর মাত্র হাতেগোনা কয়েকদিন পরই আবার রিলিজ করতে চলেছে জিতের আসন্ন সিনেমা ‘চেঙ্গিজ’। আগামী ২১ এপ্রিল একইসঙ্গে হিন্দি এবং বাংলা ভাষায় রিলিজ করবে এই সিনেমা। এই মুহূর্তে বাংলা ছবির বাজার বিশেষ ভালো না হলেও জিতের ছবির ট্রেলার বেশ ভালোলেগেছে দর্শকদের। এবার এটাই দেখার, এই ছবির হাত ধরে ইন্ডাস্ট্রির সুদিন ফেরে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥