স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত অত্যন্ত আইকনিক একটি সিরিয়াল (Serial) হল ‘মা’ (Maa)। তিথি বসু, অস্মিতা চক্রবর্তী (Ashmita Chakraborty) ,মহুয়া হালদার অভিনীত এই সিরিয়াল খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। আজ সিরিয়াল শেষ হয়ে যাওয়ার এত বছর পরেও দর্শকরা কিন্তু ঝিলিক, ফুলকি (Fulki), বিল্টুদের ভুলে যাননি। মাঝেমধ্যেই তাঁদের কথা খুব মনে পড়ে দর্শকদের।
২০০৯ সালে স্টার জলসার পর্দায় পথচলা শুরু হয়েছিল ‘মা’ ধারাবাহিকটির। মা-মেয়ের কাহিনী খুব কম সময়ের মধ্যেই মুগ্ধ করেছিল দর্শকদের। ছোট্ট ঝিলিক এবং তাঁর মা’কে কেন্দ্র করেই আবর্তিত হতো সিরিয়ালের গল্প। এই দুই চরিত্রে অভিনয় করেছিলেন যথাক্রমে শিশু শিল্পী তিথি বসু এবং মহুয়া হালদার। অপরদিকে বড় ঝিলিকের চরিত্রে দেখা গিয়েছিল টেলি অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যকে। তবে শুধুমাত্র ঝিলিক এবং তাঁর মা’ই নয়, সিরিয়ালের খলনায়িকা ফুলকির চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন অভিনেত্রী অস্মিতা চক্রবর্তীও।
সেই সময় টিআরপি তালিকায় রাজত্ব করত ‘মা’। আর তার পিছনে অনেকখানি অবদান ছিল হাড় জ্বালানো খলনায়িকা ফুলকির। এই সিরিয়ালে কাজ করেই শ্রেষ্ঠ খলনায়িকার শিরোপাও জিতেছিলেন অস্মিতা। আজও দর্শকদের অনেকেই তাঁকে ‘ফুলকি’ নামেই মনে রেখে দিয়েছে।
যদিও ‘মা’ শেষ হয়ে যাওয়ার পর সেভাবে পর্দায় দেখা যায়নি অস্মিতাকে। এত সুন্দর অভিনয় হওয়া সত্ত্বেও অস্মিতাকে পর্দায় না দেখতে পেয়ে বেশ মন খারাপ হয়ে গিয়েছিল তাঁর অনুরাগীদেরও। একটি ইউটিউব চ্যানেলের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় এই নিয়ে মুখ খোলেন অভিনেত্রী নিজে।
অস্মিতা জানান, লকডাউনের পর থেকে সেভাবে কাজ পাননি তিনি। যদিও তাতে কিন্তু মোটেই ভেঙে পড়েননি অভিনেত্রী। তাঁর বিশ্বাস, আবার ঠিক একদিন কাজ পাবেন তিনি। তিনি বলেন, জীবনে কোনও কিছুই তিনি সহজে পাননি, তাঁকে সবকিছুর জন্যই লড়াই করতে হয়েছে। এখনও তেমনটাই ঘটছে।
পর্দার ফুলকির কথায়, ‘আমি জীবনে কখনওই কিছু সহজে পাইনি। আমি যেটুকু পেয়েছি সেটার জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে। এখনও এমনটাই হচ্ছে। কিন্তু আমি আশা করি একদিক কেউ না কেউ আমার প্রতিভার গুরুত্ব নিশ্চয়ই দেবেন’। অস্মিতার অনুরাগীরাও শীঘ্রই ফের তাঁকে পর্দায় দেখার আশা করেন। তাঁদের একটাই প্রার্থনা আবারও নিজের অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করে নিক তাঁদের প্রিয় অভিনেত্রী।