‘ড্রিম গার্ল’ তিনি। হেমা মালিনীর (Hema Malini) প্রেমে পাগল ছিলেন বহু পুরুষ। অভিনেত্রীর অপূর্ব রূপ এবং ভুবন ভোলানো হাসিতে মন হারিয়েছেন অনেকে। সেই তালিকায় নাম রয়েছে বলিউডের বহু সুপারস্টারেরও। বি টাউনের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ধর্মেন্দ্র (Dharmendra) যে হেমার প্রেমে পাগল ছিলেন তা অনেকেই জানেন। তবে শুধুমাত্র তিনি একা নন, বি টাউনের (Bollywood) আরও তিন সুপারস্টার (Superstar) ‘ড্রিম গার্ল’কে নিজের বৌ বানানোর স্বপ্ন দেখতেন। আজকের প্রতিবেদনে তাঁদের নামই তুলে ধরা হল।
জীতেন্দ্র (Jeetendra)- বলিউড সুপারস্টার জীতেন্দ্রর নাম তালিকার শীর্ষে রয়েছে। শোনা যায়, জীতেন্দ্রর সঙ্গে হেমার বিয়ে একেবারে পাকা হয়ে গিয়েছিল। এমনকি অভিনেত্রীর পরিবারও এই বিয়েতে রাজি ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ভেঙে যায় সেই বিয়ে। কীভাবে জানেন?
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ধর্মেন্দ্র হেমা এবং জীতেন্দ্রর বিয়ে ঠিক হয়ে যাওয়ার খবর পেয়ে গিয়েছিলেন। তিনি ঠিক সময় মতো সেকথা জীতেন্দ্রর তৎকালীন গার্লফ্রেন্ড শোভার (এখন অভিনেতার স্ত্রী) কানে তুলে দেন। তাঁকে নিয়ে হাজির হয়ে যান জীতেন্দ্র-হেমার বিয়ের অনুষ্ঠানে। ব্যস, সেখানেই ভেঙে যায় সেই বিয়ে।
সঞ্জীব কুমার (Sanjeev Kumar)- বলিউডের আর এক সুপারস্টার সঞ্জীব কুমারের নামও তালিকায় রয়েছে। নিজের সময়ে ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন ছিলেন সঞ্জীব। মহিলা মহলেও তাঁর জনপ্রিয়তা ছিল দেখার মতো। কিন্তু অভিনেতা মন দিয়েছিলেন হেমাকে। শোনা যায়, সঞ্জীব নাকি হেমাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু হেমা ‘না’ বলায় সেই বিয়ে হয়নি।
রাজকুমার (Raaj Kumar)- তালিকার সর্বশেষ নামটি হল সুপারস্টার রাজকুমারের। শোনা যায়, এই অভিনেতা ‘ড্রিম গার্ল’এর সৌন্দর্য দেখে রীতিমতো দিওয়ানা হয়ে গিয়েছিলেন। তিনি তাঁকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, একটি ছবিতে রাজকুমারের সঙ্গে বৈজয়ন্তী মালার অভিনয় করার কথা ছিল। কিন্তু রাজকুমারের জেদের জন্য হেমাকে নেওয়া হয়।
সেই ছবির শ্যুটিংয়ের সময় হেমা এবং রাজকুমার বেশ ভালো বন্ধু হয়ে গিয়েছিলেন। এরপর একদিন সাহস করে ‘ড্রিম গার্ল’কে বিয়ের জন্য প্রোপোজ করেন রাজকুমার। কিন্তু অভিনেত্রী বলেছিলেন, তিনি রাজকুমারকে লাইফ পার্টনারের চোখে দেখেন না। একথা শোনার পর মন ভেঙে যায় অভিনেতার। সব শেষে হাজারো পুরুষের মন ভেঙে প্রেমিক ধর্মেন্দ্রর সঙ্গে সাত পাক ঘোরেন হেমা।