বলিউডের (Bollywood) ‘পাওয়ার কাপল’দের মধ্যে অন্যতম হলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং ঐশ্বর্য রাই (Aishwarya Rai)। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবন তাঁদের। বিনোদন দুনিয়ায় যেখানে সম্পর্কের ভাঙা-গড়া, ডিভোর্স (Divorce) লেগেই থাকে, সেখানে মিস্টার অ্যান্ড মিসেস বচ্চনের সম্পর্ক সত্যিই অনন্য। তবে এবার শোনা যাচ্ছে, তাঁদের সেই সম্পর্ক ভাঙতে বসেছে। বিচ্ছেদের পথে হাঁটছেন তারকাজুটি।
গত কয়েকদিন ধরে বি টাউনের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, অভিষেক-ঐশ্বর্যর সম্পর্ক ভাঙার খবর। জানা গিয়েছে, এই দুই তারকার সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। সম্প্রতি নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানেও মেয়েকে নিয়ে একা গিয়েছিলেন রাই সুন্দরী। শহরে থাকলেও মেয়ে-বৌয়ের সঙ্গে দু’দিন ব্যাপী চলা সেই অনুষ্ঠানে যাননি অমিতাভ পুত্র।
শুধু এটুকুই নয়, সেই পার্টিতে আবার প্রাক্তন প্রেমিক সলমন খানের সঙ্গে এক ফ্রেমে দেখা যায় ঐশ্বর্যকে। এসবের পরেই আরও জোরালো হতে শুরু করে অভিষেক ঐশ্বর্যর বিচ্ছেদের সংবাদ। বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমেও এই বিষয়ে লেখালেখি হয়েছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিষেক নিজে।
আসলে বলিউডে যে কোনও পার্টিতে অভিষেক এবং ঐশ্বর্য জুটিতেই হাজির হন। কিন্তু শহরে থাকা সত্ত্বেও অম্বানিদের হাইভোল্টেজ পার্টিতে মেয়ে-বৌয়ের সঙ্গে অভিনেতা না যাওয়ায় তাঁদের ডিভোর্সের খবর তীব্র হতে শুরু করে। তা শুনে মন খারাপ হয়ে যায় তারকাজুটির অনুরাগীদের। তবে এবার অভিষেক কায়দা করে জানিয়ে দিলেন সেই খবরে বিন্দুমাত্র সত্যতা নেই।
সম্প্রতি একজন নেটিজেন অম্বানিদের পার্টিতে তোলা ঐশ্বর্য এবং আরাধ্যার একটি ছবি টুইটারে শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘আমার প্রিয় মানুষেরা’। সেই টুইটটি রিটুইট করে অমিতাভ-পুত্র লেখেন, ‘আমারও প্রিয় মানুষেরা’। ডিভোর্সের গুঞ্জনের মাঝে অভিষেক নিজের টুইটের মাধ্যমেই কায়দা করে সকল ধোঁয়াশা কাটিয়ে দিয়েছেন বলে মত অনেকের।
Mine too. ☺️
— Abhishek ???????? (@juniorbachchan) April 1, 2023
প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৭ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিষেক-ঐশ্বর্য। ২০১১ সালে জন্ম হয় মেয়ে আরাধ্যার। এরপর থেকে মেয়ে-বৌকে নিয়ে সুখে সংসার করছেন জুনিয়র বচ্চন। যদিও এর আগে ২০১৪ সালেও অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। তখন টুইস্ট করে কড়া ভাষায় নিন্দুকদের জবাব দিয়েছিলেন অমিতাভ-পুত্র।