এই মুহূর্তে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির (South Indian actress) জনপ্রিয়তম অভিনেত্রীদের (Actress) মধ্যে একজন হলেন রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)। ব্লকবাস্টার ‘পুষ্পা’য় অভিনয়ের পর থেকে রশ্মিকার জনপ্রিয়তা অবশ্য শুধুমাত্র দক্ষিণ ভারতে আটকে নেই, এখন প্যান ইন্ডিয়া তারকা হয়ে গিয়েছেন তিনি। এবার এই অভিনেত্রীই একাধিক সুপারস্টারের ছবির অফার ফিরিয়ে (Refused) সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। সেই সুপারস্টারদের (Superstars) নাম দেখলে অবাক হয়ে যাবেন আপনিও।
শাহিদ কাপুর (Shahid Kapoor)- বলিউড সুপারস্টার শাহিদ কাপুর অভিনীত ‘জার্সি’ ছবির নায়িকা হওয়ার অফার পেয়েছিলেন রশ্মিকা। কিন্তু তিনি সেই অফার রিজেক্ট করে দেন। রশ্মিকার মনে হয়েছিল, ‘জার্সি’তে নায়িকার চরিত্রটির গুরুত্ব নেই বললেই চলে। পরে সেই ভূমিকায় ম্রুণাল ঠাকুরকে নেওয়া হয়।
রাম চরণ (Ram Charan)- ‘আরআরআর’ খ্যাত রাম চরণের সঙ্গে কাজের অফারও ফিরিয়েছেন রশ্মিকা। রাম চরণের আসন্ন ছবি ‘আরসি ১৫’এ রশ্মিকাকে নেওয়ার কথা ভেবেছিলেন নির্মাতারা। কিন্তু তিনি সেই অফার ফিরিয়ে দেন। এরপর সেই চরিত্রে কিয়ারা আডবানীকে নেওয়া হয়।
কার্তিক আরিয়ান (Kartik Aaryan)- বলিউডের নতুন সুপারস্টার বলা হচ্ছে কার্তিককে। এই অভিনেতার সঙ্গে কাজের অফারও ফিরিয়েছেন রশ্মিকা। শোনা যাচ্ছে, সাউথের সুপারহিট ছবি ‘কিরিক পার্টি’র হিন্দি রিমেকে কার্তিকের কাজ করবেন। নায়িকার চরিত্রের অফার রশ্মিকার কাছে যায়। কিন্তু তিনি সাফ মানা করে দেন।
থালাপতি বিজয় (Thalapathy Vijay)- সাউথ সুপারস্টার থালাপতি বিজয় অভিনীত ‘মাস্টার’ ছবির নায়িকা হিসেবে নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন রশ্মিকাই। কিন্তু এই দক্ষিণী সুপারস্টারের সঙ্গে কাজের অফারও ফিরিয়ে দেন ‘পুষ্পা’র শ্রীভল্লি।
সঞ্জয় লীলা ভনশালি (Sanjay Leela Bhansali)- বলিউডের প্রথম সারির পরিচালকদের মধ্যে একজন হলেন সঞ্জয় লীলা ভনশালি। তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকেন প্রত্যেক তারকা। কিন্তু ব্যতিক্রম হলেন রশ্মিকা।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সঞ্জয়ের অত্যন্ত পছন্দের একজন অভিনেত্রী হলেন দক্ষিণী সুন্দরী রশ্মিকা। পরিচালক নিজের একটি ড্রিম প্রোজেক্টে তাঁকে কাস্ট করার কথা ভেবেছিলেন। তবে রশ্মিকাকে সেই ছবির অফার দেওয়া হলে তিনি সটান ‘না’ বলে দেন। ‘পুষ্পা’ অভিনেত্রী কেন সেই ছবি রিজেক্ট করেছেন তা অবশ্য জানা যায়নি।