• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মৌয়ের ঘাড়ে গয়না চুরির অপবাদ দিল বীথি, ভুল বুঝবে ডোডোও! ‘মেয়েবেলা’য় আসছে ধামাকেদার মোড়

Published on:

Star Jalsha Meyebela serial new promo out now

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত ‘মেয়েবেলা’ (Meyebela) ধারাবাহিকটির (Serial) জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। যত সময় যাচ্ছে ততই দর্শকদের ভালোলাগছে মেয়েদের জীবনের ওঠাপড়া নিয়ে তৈরি হওয়া এই সিরিয়াল। আস্তে আস্তে দর্শকদের ঘরের সদস্য হয়ে উঠছেন মৌ (Mou), ডোডো (Dodo), বীথিরা (Bithi)। আর এখন তো সিরিয়ালের প্রত্যেকটি পর্বই টানটান উত্তেজনার হচ্ছে। ধারাবাহিকের আসন্ন পর্বে আবার যেমন দেখানো হবে, মৌয়ের ঘাড়ে চুরির অপবাদ দেওয়ার ফন্দি এঁটেছে বীথি।

‘মেয়েবেলা’র নিয়মিত দর্শকরা জানেন, বীথি একেবারেই মৌকে পছন্দ করে না। এককালের বান্ধবী মধুমিতার মেয়ে মৌকে নয়, বরং ছেলের বৌ হিসেবে সে একমাত্র চাঁদনিকেই দেখতে চায়। আর সেই জন্যই মৌ এবং ডোডোকে আলাদা করার জন্য ভালোমানুষির মুখোশ পরেছে সে। বীথি ঠিক করেছে, মা মরা মৌয়ের কাছে সে মায়ের মতো হয়ে ওঠার নাটক করবে। আর সেই নাটক করতে করতেই মৌ-ডোডোকে আলাদা করার রাস্তাও প্রশস্ত করবে।

Meyebela, Bithi, Meyebela Bithi

তবে বীথির এই চাল ঠিক কাজে আসছে না। বরং উল্টে আস্তে আস্তে কাছাকাছি চলে আসছে মৌ-ডোডো। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে যেমন দেখানো হয়েছে, মায়ের চোখের সামনে মৌকে কোলে নিয়ে ঘর অবধি নিয়ে যায় ডোডো। এসব দেখেই এবার ভয়ঙ্কর একটি ফাঁদ পেতেছে বীথি।

সম্প্রতি স্টার জলসার তরফ থেকে ‘মেয়েবেলা’র একটি নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, মৌয়ের কলেজ যাওয়া বন্ধ করার জন্য একটি নোংরা ফন্দি এঁটেছে বীথি। প্রোমোয় দেখা গিয়েছে বীথি মুচকি হাসি হেসে বলছে, ‘আম্মার সোনার চেন না পাওয়া গেলে সাধের নাত বৌ কি আর কলেজ যেতে পারবে? আমি মৌয়ের সবকিছু বন্ধ করে দেব। ঠিক যেমনটা আপনি আমার সঙ্গে করেছিলেন’। বীথি এই চুরির অপবাদ মৌয়ের ঘাড়ে দেবে বলেই অনুমান দর্শকদের।

Bithi, Meyebela, Meyebela Bithi, Meyebela new promo

ওদিকে আবার সোনার চেন চুরি যাওয়ার পর আম্মা ডোডোকে বলে, ‘দাদুভাই আমার সোনার চেনটা পাওয়া যাচ্ছে না। যে এই চেন নিয়েছে তাঁর ভালো হবে না’। যা শুনে মৌ বলে, বাড়ি থেকে চেনটা গায়েব হল কী করে? এরপরই মিত্র বাড়ির কাজের লোক একজন গুনীনকে ডেকে আনে।

সেই গুনীন বাটি দিয়ে চোর খোঁজার কথা বলেন। সেসব দেখে মৌ বলে, ‘কোনও বুজরুকি দিয়ে নয়, এবার চোর ধরব আমি নিজে’। এবার এটাই দেখার মৌ কি আদৌ তাঁর ‘বীথি মাসি’কে হাতেনাতে ধরতে পারবে নাকি বীথির চালই শেষ পর্যন্ত সফল হবে? উত্তর পেতে চোখ রাখতে হবে ‘মেয়েবেলা’য়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥