ইডেনে শাহরুখ-ম্যাজিক (Shah Rukh Khan)। সঙ্গী আবার বিরাট কোহলি (Virat Kohli)। দীর্ঘ অপেক্ষা শেষে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ইডেনে প্রত্যাবর্তন হয়েছে নাইটদের। এতদিন পর প্রাণের শহরে কেকেআর (KKR) খেলতে নামছে আর শাহরুখ উপস্থিত থাকবেন না তা কি হয়! গতকাল মেয়ে সুহানা, জুহি চাওলাকে সঙ্গে নিয়ে তিলোত্তমায় হাজির হয়েছিলেন ‘কিং খান’। স্ট্যান্ড থেকে সাক্ষী থাকেন দলের অভাবনীয় জয়ের।
চলতি আইপিএলের শুরুটা ভালো হয়নি নাইটদের। প্রথম ম্যাচে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসের কাছে পরাজিত হয়েছে শাহরুখের দল। দ্বিতীয় ম্যাচেও ৫ উইকেট হারানোর পর মনে হচ্ছিল ‘বাদশা’র সামনে আবারো লজ্জার হার হারতে চলেছে কেকেআর। কিন্তু দলটা যখন ‘বাজিগর’এর, তখন লড়াইটা তো মজ্জায়-মজ্জায় থাকবে। আর ঠিক তেমনটাই হয়। বিরাটের আরসিবিকে ৮১ রানের পাহাড়সম ব্যবধানে পরাজিত করে কেকেআর।

সম্পূর্ণ ম্যাচ স্ট্যান্ড থেকে দাঁড়িয়ে দেখেছেন শাহরুখ, জুহি, সুহানারা। চিৎকার করে, হাততালি দিয়ে সাহস জুগিয়েছেন নাইটদের। আর ম্যাচ জেতার পর শাহরুখের সেই চেনা ইডেন পরিক্রমা, আর নাচ তো রয়েছেই। গতকালের ম্যাচ শেষে বিপক্ষ দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ‘ঝুমে জো পাঠান’এ (Jhoome Jo Pathaan) নাচতে দেখা যায় ‘কিং খান’কে।
গতকাল নাইটদের জেতার পর শাহরুখ যখন মাঠে নেমে আসেন তখন ইডেনে ‘ঝুমে জো পাঠান’ বাজতে শুরু করে। এরপর বিরাটের সঙ্গে সেই গানে পা মেলাতে দেখা যায় ‘কিং খান’কে। প্রথমে বিরাটকে আলিঙ্গন করে কুশল বিনিময় করেন শাহরুখ। এরপর নিজের আইকনিক গানের হুক স্টেপ শেখাতে থাকেন তারকা ক্রিকেটারকে। ‘কিং খান’এর দেখানো স্টেপ দেখে নাচতে থাকেন বিরাটও।

কলকাতা নাইট রাইডার্সের অফিশিয়াল পেজ থেকে শাহরুখ-বিরাটের ছবি শেয়ার করা হয়েছে। সেই সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে ‘কিং খান’ এবং ‘কিং কোহলি’র ‘ঝুমে জো পাঠান’এ নাচের ভিডিও। দুই ‘কিং’য়ের যুগলবন্দি যে নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৮ সাল থেকে আইপিএল এবং কেকেআরের পথচলা শুরু হয়েছে। সময় পেলেই দলের হয়ে গলা ফাটাতে ইডেনে হাজির হয়ে যান শাহরুখ। গতকাল আবার দীর্ঘ ৩ বছরের অপেক্ষা শেষে কেকেআর নিজের ‘ঘরে’ ফিরেছে। শত কাজ থাকলেও শাহরুখ যে এই দিন ইডেনে উপস্থিত থাকবেন তা আগেই অনুমান করে নিয়েছিলেন অনেকে। ‘কিং খান’ তো এলেনই, সঙ্গে উপহার হিসেবে দিয়ে গেলেন বিরাটের সঙ্গে নাচ।














