সুখে, দুঃখে মিষ্টি মুখে বিগত ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের ঘরে ঘরে বিনোদনের রসদ জুগিয়ে চলেছে জি বাংলার (Zee Bnagla) ‘মিঠাই’ (Mithai)। সময়ের সাথে সাথে হয়তো বেঙ্গল টপারের মুকুট হাতছাড়া হওয়ার পাশাপাশি কমেছে সিরিয়ালের সাপ্তাহিক টি আর পি।
কিন্তু আজ অবধি ৫৪ বারের বেঙ্গল টপার এই সিরিয়ালের জনপ্রিয়তায় আঁচ পড়েনি এক ফোঁটাও। শুরু থেকেই মিঠাই চরিত্রে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) এবং সিদ্ধার্থ (Sidhartha) চরিত্রে আদৃত রায়ের (Adrit Roy) অভিনয় পাকাপাকি ভাবেই জায়গা করে নিয়েছে দর্শকমহলে।
সময়ের সাথে এখন বেশ এগিয়ে গিয়েছে এই সিরিয়ালের গল্প। সিড মিঠাইয়ের জীবনে এখন যোগ হয়েছে দুই খুদে সদস্য শাক্য আর মিষ্টি। ধারাবাহিকে এই উচ্ছেবাবুর এঞ্জেল অর্থাৎ মিষ্টির চরিত্রে দেখা যাচ্ছে শিশু শিল্পী অনুমেঘা কাহালিকে (Anumegha Kahali)।
খুদে মিষ্টির কাছে এমন উত্তর পাবেন এমনটা বোধ হয় আঁচ করতে পারেননি রচনা। তাই অনুমেঘার পাকা পাকা কথা শুনে রচনাও বলেই ফেলেন ‘এ কি জিনিস’? এরপর খুদের কাছে রচনার প্রশ্ন ‘পড়াশোনাটা কি হচ্ছে আগে বলো’? এরও জবাবে দ্বিগুন চমক দিয়ে কায়দা করে হাতের ওপর হাত ঠুকে অনুমেঘা বলে ওঠে ‘গল্প শেষ’। যা শুনেই হাসিতে ফেটে পড়েন রচনা।