বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলির (Leena Ganguly) আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। এই মুহূর্তে বাংলার প্রথম সারির বিনোদনমূলক চ্যানেল স্টার জলসার একাধিক জনপ্রিয় মেগা সিরিয়ালের (Mega Serial) লেখিকা তিনি। এছাড়াও আরও একাধিক পরিচয় রয়েছে তাঁর। একইসাথে তিনি একজন সফল চিত্রনাট্যকার, এবং প্রযোজক।
নিজের কলমের জোরেই দর্শকদের তিনি উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় সব মেগা সিরিয়াল। তার মধ্যে অন্যতমপুন্যি পুকুর, কোজাগরি, নকশি কাঁথা, বিন্নি ধানের খই,ইষ্টিকুটুম, জল নূপুর, শ্রীময়ী, খড়কুটো ইত্যাদি তবে ভালো করে দেখলে বোঝা যাবে বেশিরভাগ সিরিয়ালেই এই লেখিকা হয় নায়ক নায়িকার বিচ্ছেদ নইলে কোন গুরুত্বপূর্ণ চরিত্র এমনকি নায়ক নায়িকার মৃত্যু পর্যন্ত দেখান।
সিরিয়ালে নায়ক নায়িকার মৃত্যু হয়না এই মিথ ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন লেখিকা। সম্প্রতি তেমনি লেখিকার আরও এক জনপ্রিয় সিররিয়াল ‘গুড্ডি’তে মৃত্যু হয়েছে নায়ক অনুজের। যা দেখে এক দর্শক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ‘এই লীনা পিসি লিড চরিত্র গুলো কে মেরে দিয়ে কি মজা পায়?’ আজ বং ট্রেন্ডের পাতায় থাকছে লীনা গাঙ্গুলির সিরিয়ালে মারা যাওয়া জনপ্রিয় চরিত্রদের তালিকা।
২ নকশী কাঁথা (Nakshi Kantha): জনপ্রিয় সিরিয়াল ‘নকশী কাঁথা’ শেষ হয়েছিল নায়ক যশ-এর মৃত্যু দিয়ে। ধারাবাহিকে এই যশের চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেনেতা সুমন দে।
৩. বিন্নী ধানের খই (Binni Dhaner Khoi): মোহর নামটা শুনলেই দর্শকদের মনে প্রথমেই আসে সোনামনি সাহার নাম। তবে না এই একই নামে আরও একজন নায়িকা ছিলেন বিন্নী ধানের খই সিরিয়ালে। এই ধারবাহিকে নায়িকা মোহরের চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী মনামি ঘোষ। এই ধারাবাহিকেও তাঁর মৃত্যু দেখানো হয়েছিল।
৪. শ্রীময়ী (Sreemoyee): লীনা গাঙ্গুলীর লেখা স্টার জলসার সুপারহিট সিরিয়াল ‘শ্রীময়ী’। এই ধারাবাহিকও শেষ হয়েছে শ্রীময়ীর স্বামী রোহিত সেনের মৃত্যু দিয়ে। সিরিয়ালে এই জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছিলেন বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরী।
৫. খড়কুটো: জনপ্রিয় মেগা সিরিয়াল ‘খড়কুটো’ও শেষ হয়েছিল প্রাণোচ্ছল নায়িকা গুনগুনের মৃত্যু দিয়ে। ধারাবাহিকে সকলের প্রিয় এই গুনগুন চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী তৃণা সাহা।
৫ গুড্ডি : আর এবার এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে লীনা গাঙ্গুলিরই লেখা ‘গুড্ডি’ সিরিয়ালে। সদ্য এই ধারাবাহিকে মৃত্যু হয়েছে নায়ক অনুজের।