বলিউড (Bollywood) সুপারস্টার সলমন খান (Salman Khan) এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজের ঠোঁটকাটা স্বভাবের জন্য বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। সম্প্রতি যেমন ওটিটি (OTT) প্ল্যাটফর্ম তথা ওয়েব প্ল্যাটফর্মগুলিকে একহাত নিয়েছেন তিনি। বি টাউনের ভাইজান সাফ বলেছেন, সেন্সর বোর্ড না থাকায় ওটিটি প্ল্যাটফর্মগুলিতে (OTT platform) যেভাবে যৌনতা, নগ্নতার যথেচ্ছ প্রদর্শনী হয় তা বন্ধ হওয়া উচিত।
ওটিটি মানেই কাজের স্বাধীনতা অনেক বেশি। সেন্সর বোর্ডের ছুরি-কাঁচি চালানোর ভয় এখানে নেই। একটি সিনেমা তৈরির সময় একজন নির্মাতাকে রীতিমতো বেগ পেতে হয়, কিন্তু ওটিটিতে চিত্রনাট্য নিয়ে ‘খেলা’র সুযোগ পাওয়া যায় না। সংলাপ হোক বা সাহসী দৃশ্য- সবকিছুই প্রায় ‘আনকাট’ ভাবে দেখানো যায় এখানে। আর তাতেই আপত্তি রয়েছে ভাইজানের।
ওয়েব প্ল্যাটফর্ম সেন্সর বোর্ডের আওতায় আনা উচিত কিনা তা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে প্রচুর। কেউ এর পক্ষে মতামত দিয়েছেন, কারোর ভোট আবার থেকেছে বিপক্ষে। এবার এই নিয়ে সরব হলেন খোদ সলমন। চলতি বছর ফিল্মফেয়ার পুরস্কারের সঞ্চালনা করছেন পর্দার ‘টাইগার’। এসবের মাঝেই ভাইরাল হয়েছে ভাইজানের ওটিটি প্রসঙ্গে করা মন্তব্য।
সলমনের কথায়, ‘পরিচ্ছন্ন’ চিত্রনাট্য সবসময় ভালো ফলাফল করে। এমন অভিনেতা-অভিনেত্রী যারা সাহসী দৃশ্যে অভিনয় করতে চান না, তাঁদের পিছিয়ে পড়তে হয়। এখানেই থামেননি তিনি। ‘দাবাং’ অভিনেতার সংযোজন, ১৯৮৯ সাল থেকে ফিল্মি দুনিয়ায় আছেন তিনি। তিন দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এখানে। কিন্তু এতগুলো বছরে ‘এমন’ কিছু করেননি তিনি।
ভাইজান বলেন, ‘আমার সত্যি মনে হয়, এই মাধ্যমের (ওটিটি) জন্যেও একটি সেন্সর বোর্ড থাকা উচিত। যৌনতা, নগ্নতা, অশ্লীলতা এবং গালিগালাজ বন্ধ হওয়া উচিত’। অভিনেতার কথায়, ওটিটি প্ল্যাটফর্মের এই কনটেন্ট এখন মোবাইল ফোনের মাধ্যমে ১৫-১৫ বছরের শিশুরাও দেখতে পারে। সেই বিষয়টিও মাথায় রাখা উচিত।
View this post on Instagram
সলমনের কথায়, ’১৫-১৬ বছরের শিশুরা এই জিনিসগুলি মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পারে। পড়াশোনা করার বাহানায় আপনার ছোট্ট মেয়ে যদি এগুলো দেখে আপনার ভালোলাগবে? তাই আমি মনে করি এগুলোর সংশোধন হওয়া উচিত। চিত্রনাট্য যত স্বচ্ছ হবে তত ভালো এবং এতে ভিউও অনেক বেশি হবে’।