বলিউডের (Bollywood) চর্চিত জুটিগুলির মধ্যে একটি হল অর্জুন কাপুর (Arjun Kapoor) এবং মালাইকা অরোরার (Malaika Arora)। তাঁদের সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় চর্চা চলতেই থাকে। কখনও শোনা যায়, তাঁদের ব্রেক আপ হয়ে গিয়েছে, কখনও আবার জানা যায় মালাইকা গর্ভবতী! যদিও সেসব গুঞ্জনকে বিশেষ পাত্তা না দিয়ে চুটিয়ে প্রেম চালিয়ে যাচ্ছেন তাঁরা। দীর্ঘ কয়েক বছর সম্পর্কে থাকার পর এবার বিয়ের (Marriage) প্ল্যানিংও শুরু করে দিয়েছেন দু’জনে। সম্প্রতি এমনটাই জানিয়েছেন ‘ছাইয়া ছাইয়া গার্ল’।
অতীতে বহুবার মালাইকা এবং অর্জুনের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে। দুই তারকাকে এই বিষয়ে একাধিকবার জিজ্ঞেসও করা হয়েছে। গত বছর অর্জুন যেমন সাফ জানিয়েছেন, তিনি এই মুহূর্তে বিয়ের জন্য তৈরি নয়। পরিবার পরিকল্পনা নয়, বরং তিনি এখন কেরিয়ারে মনোনিবেশ করতে চান বলে জানিয়েছিলেন বনি-পুত্র। পাশাপাশি এও শোনা গিয়েছিল, প্রথম বিয়ে ভাঙার পর দ্বিতীয় বিয়ে নিয়ে দোলাচলে রয়েছেন মালাইকা।
সম্প্রতি অবশ্য সেই গুঞ্জনকে নস্যাৎ করে দিয়েছেন সলমন খানের প্রাক্তন বৌদি। ব্রাইডস টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মালাইকা বলেন, ‘অবশ্য, আমি এই বিষয়ে ভেবেছি। লোকে ভাবে আমি দ্বিতীয় বিয়ে নিয়ে দোটানায় আছি, কিন্তু সেটা একেবারেই সত্যি নয়। আমি বিয়ে, ভালোবাসা, একসঙ্গে থাকায় বিশ্বাস করি’।
কবে বিয়ে করবেন প্রসঙ্গে মালাইকা বলেন, ‘আমি বলতে পারব না আমি আবার কবে বিয়ের পিঁড়িতে বসব। কারণ আমি জীবনের কিছু জিনিস সারপ্রাইজ রাখতেই ভালোবাসি এবং সেগুলি নিয়ে খুব একটা চিন্তাভাবনা করি না। সবকিছু প্ল্যান করলে জীবনের খুশিটাই নষ্ট হয়ে যায়’।
এরপরই প্রেমিক অর্জুনের ভূয়সী তারিফ করেন মালাইকা। বলিউডের ‘ছাইয়া ছাইয়া গার্ল’ বলেন, ‘ও (অর্জুন) নিজের বয়স অনুযায়ী প্রচণ্ড পরিণত এবং ও খুব শক্ত একজন মানুষ। ও এমন একজন মানুষ যে প্রচণ্ড স্বাধীনচেতা এবং কেয়ারিং। আমার মনে হয় না ঈশ্বর আর এমন পুরুষ তৈরি করেন বলে…। আমি অর্জুনের সঙ্গে একটি সংসার তৈরি করতে চাই এবং আমাদের সম্পর্ককে পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার বিশ্বাস আমরা দু’জনেই এটার জন্য তৈরি’।
প্রসঙ্গত উল্লেখ্য, মালাইকা ২০০১ সালে সলমনের ভাই তথা অভিনেতা আরবাজ খানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে। প্রায় দেড় দশক একসঙ্গে সংসার করার পর ২০১৭ সালে বিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ-মালাইকা। এরপর অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। ২০১৯ সালে নিজেদের প্রেমকে ‘ইনস্টাগ্রাম অফিশিয়াল’ করেন দুই তারকা।