• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভাইবোনেদের মধ্যে আরিয়ান সবচেয়ে বখাটে! ছেলেকে নিয়ে আগে ভবিষ্যৎবাণী করেছিলেন শাহরুখ

Published on:

When Shah Rukh Khan admitted Aryan Khan is his most spoiled kid among Suhana and Abram

বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের (Shah Rukh Khan) পাশাপাশি তাঁর স্ত্রী-সন্তান তথা গৌরী, আরিয়ান (Aryan Khan), সুহানা এবং আব্রামকে নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। আর হবে নাই বা কেন! বলিউডের অন্যতম বড় সুপারস্টারের সন্তান তাঁরা। বাবার সৌজন্যে ছোট থেকেই লাইমলাইটে থেকেছেন তাঁরা। শীঘ্রই আবার বাবার দেখানো পথে হেঁটে ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন আরিয়ান এবং সুহানা।

শাহরুখের মতো অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন মেয়ে সুহানা, অপরদিকে বড় ছেলে আরিয়ান পরিচালক হিসেবে কেরিয়ার শুরু করতে চলেছেন। যদিও কেরিয়ার শুরু করার আগেও বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন আরিয়ানের বড় ছেলে। বছর দুয়েক আগে যেমন মাদক মামলায় জেলে গিয়ে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিলেন শাহরুখ পুত্র।

Shah Rukh Khan, Shah Rukh Khan on Aryan Khan, Shah Rukh Khan most spoiled kid

সেই মাদকমামলা থেকে রেহাই পেয়ে গেলেও আরিয়ানের নামের পাশ থেকে জেল খাটার কলঙ্ক কিন্তু এখনও মোছেনি। এখনও সেই নিয়ে চর্চা হতেই থাকে। সম্প্রতি আবার সোশ্যাল মিডিয়ায় শাহরুখের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ‘কিং খান’ বলছেন তাঁর তিন সন্তানের মধ্যে সবচেয়ে বেশি বখে (Spoiled) যাওয়া হলেন আরিয়ানই।

শাহরুখের ভাইরাল হওয়া এই ভিডিওটি অবশ্য এখনকার নয়, বেশ কয়েক বছর পুরনো। সেখানে অভিনেতা বলেন, ‘আরিয়ান এসে আমায় বলে, বাবা তুমি ওঁদের (সুহানা এবং আব্রাম) প্রতি কিন্তু খুব নরম। ও মনে করে আমি এমন নরম থাকলে ওঁরা বখে যাবে। তবে সত্যিটা হল আমার সবচেয়ে বখে যাওয়া সন্তান কিন্তু ও-ই’।

Shah Rukh Khan on Aryan Khan, Shah Rukh Khan most spoiled kid, Shah Rukh Khan and Aryan Khan

শাহরুখের পুরনো এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। পাশাপাশি আরিয়ানকেও এই ভিডিওয় ট্যাগ করছেন নেটিজেনরা। কেউ কেউ আবার বলছেন, শাহরুখ বড় ছেলের ব্যাপারে একেবারে ঠিক বলছেন। বিশেষত, অনন্যা পাণ্ডের প্রতি তাঁর ব্যবহারের উদাহরণ দিয়েছেন অনেকেই।


প্রসঙ্গত উল্লেখ্য, করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’ শোয়ে গিয়ে অনন্যা বলেছিলেন, তাঁর আরিয়ানের প্রতি ক্রাশ ছিল। এরপর থেকেই ‘লাইগার’ অভিনেত্রীকে নাকি এড়িয়ে চলেন শাহরুখ-পুত্র। অন্তত নেটিজেনরা তো তেমনটাই দাবি করেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥