আল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত ব্লকবাস্টার ‘পুষ্পা’ (Pushpa) ছবির সিক্যুয়েল ‘পুষ্পাঃ দ্য রুল’ তথা ‘পুষ্পা ২’র (Pushpa 2) কথা অনেক আগেই ঘোষণা করা হয়ে গিয়েছিল। সেই সঙ্গে এও জানানো হয়েছিল ‘পুষ্পা’ থেকে ডাবল ধামাকা নিয়ে আসবে এই ছবি। আর ঠিক তেমনটাই হল। দীর্ঘ অপেক্ষার পর বুধবার প্রকাশ্যে আসে ‘পুষ্পা ২’র ধামাকা টিজার (Teaser)। আর বলাই বাহুল্য, ছবির প্রথম ঝলকেই ঘায়েল দর্শকরা।
২০২১ সালের ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সুকুমার পরিচালিত ‘পুষ্পাঃ দ্য রাইজ’। এই ছবির সামনে রীতিমতো খড়কুটোর মতো উড়ে গিয়েছিল বলিউডের মেগা বাজেট ছবি ‘৮৩’। সেই সঙ্গেই দক্ষিণী তারকা থেকে রাতারাতি প্যান ইন্ডিয়া স্টার হয়ে গিয়েছিল আল্লু অর্জুন, নায়িকা রশ্মিকা মান্দানা আদায় করে নেন ‘ন্যাশানাল ক্রাশ’ তকমা।
‘পুষ্পা’র ব্লকবাস্টার সাফল্যের দিকে নজর রেখে নির্মাতারা আগেই জানিয়েছিলেন, এই ছবির সিক্যুয়েল আসবে। ডাবল ধামাকা এবং ডাবল অ্যাকশন নিয়ে বক্স অফিস কাঁপাতে আসবেন আল্লু অর্জুন। সেই সঙ্গে এও জানা গিয়েছিল, বাজেটের দিক থেকে কোনও প্রকার কার্পণ্যতা করতে চাইছেন না নির্মাতারা। ছবির সাফল্য সুনিশ্চিত করতে দু’হাতে অর্থ ঢালছেন তাঁরা।
দীর্ঘ অপেক্ষার পর গত কয়েকমাস আগে শুরু হয় ‘পুষ্পা ২’র কাজ। অবশেষে বুধবার প্রকাশ্যে আসে ছবির টিজার (Pushpa 2 teaser)। নায়িকা ‘শ্রীভল্লি’ তথা রশ্মিকার জন্মদিন উপলক্ষ্যে তাঁর নতুন লুক এবং ছবির প্রথম টিজার প্রকাশ্যে আনেন নির্মাতারা। আর বলাই বাহুল্য, মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
‘পুষ্পা ২’র টিজারে দেখা গিয়েছে, গুলিতে আহত পুষ্পা তিরুপতি জেল থেকে পালিয়েছে। সারা এলাকা জুড়ে এখন একটাই প্রশ্ন, পুষ্পা গেল কোথায়? মাত্র কয়েক সেকেন্ডের এই টিজারে আল্লুর লুক দেখানো হয়নি। তবে ক্যাপশনে লেখা হয়েছে, ‘শীঘ্রই খোঁজ শেষ হবে’। পাশাপাশি এও জানানো হয়েছে, আগামী ৭ এপ্রিল ঠিক বিকেল ৪:০৫ মিনিটে বিস্তারিত প্রকাশ্যে আনা হবে।
View this post on Instagram
প্রসঙ্গত উল্লেখ্য, সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আল্লু, রশ্মিকা এবং ফাহাদ ফাসিল। প্রথমে শোনা গিয়েছিল, সিক্যুয়েলে ফাহাদকে দেখা যাবে না। তবে সেসব জল্পনায় জল ঢেলে ফাহাদ ছবিতে যোগ দিয়েছেন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ‘পুষ্পা ২’র প্রথম টিজার এবং রশ্মিকার লুক। আপাতত আল্লু, ফাহাদ সহ ছবির বাকি কলাকুশলীদের লুক এবং ছবির বাকি টিজারের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।