বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এখন ভরপুর বিনোদনের মেলা। নিত্যনত্যুন সিরিয়ালের সাথেই এখন টেলিভিশনের পর্দায় নতুন নায়ক নায়িকদের ভীড়। এই একগাদা নতুন সিরিয়ালের ভিড়ে ইদানিং বেশ নজর কেড়েছে স্টার জলসার (Star Jalsha) একেবারে আনকোরা নতুন সিরিয়াল মেয়েবেলা (Meyebela)।
বিষয়বস্তু থেকে শুরু করে দুর্দান্ত কাস্টিং সবকিছুই একেবারে নজরকাড়া এই সিরিয়ালের। অল্প দিনেই দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছে এই সিরিয়ালের নায়ক নির্ঝর তথা অভিনেতা অর্পণ ঘোষাল (Arpan Ghoshal)। ধারাবাহিকে তার শান্ত শিষ্ট স্বভাব আর বুদ্ধিদীপ্ত অভিনয় দর্শক মহলে তাঁকে এক আলাদাই পরিচিতি দিয়েছে।
এই মেয়েবেলাই কিন্তু অর্পণ অভিনীত প্রথম বাংলা সিরিয়াল নয় ইতিপূর্বে কালার্স বাংলার ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ সিরিয়ালেও অভিনয় করেছেন অর্পণ। এছাড়া বাংলা থিয়েটারের জগতে তিনি অত্যন্ত পরিচিত মুখ। শুরু থেকেই থিয়েটারের প্রতি অভিনেতার রয়েছে এক আলাদাই ভালোবাসা।
অর্পণের নিজেও যুক্ত একটি নাট্য দলের সাথে। কিছুদিন আগে হৈচৈতে মুক্তি পেয়েছে অর্পণ অভিনীত একটি ওয়েব সিরিজ ‘হোস্টেল ডেজ’। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন দেশে যদি থিয়েটার করে জীবিকা নির্বাহের সুযোগ থাকতো তাহলে হয়তো তিনি ক্যামেরার সামনে কাজ করতেন না।
যদিও এখন বাংলা সিরিয়ালের পরিচিত মুখ তিনি। সুপুরুষ এই অভিনেতা অল্প দিনেই হয়ে উঠেছে বাংলার অসংখ্য তরুণীদের বং ক্রাশ। যা দেখে ইতিমধ্যে তার সাথে তুলনা শুরু হয়ে গিয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাইয়ের নায়ক সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়ের সাথে।
অর্পণের প্রতি অনুরাগীদের পাগলামি দিনে দিনে এতই বেড়ে চলেছে যে তারা রীতিমতো প্রকাশ্যে বলছেন উচ্ছেবাবু নয় ‘অর্পণ ইজ মাই ক্রাশ’! প্রসঙ্গত গতকাল একটি হলুদ শার্ট পরে ডোডো দাদার লুকেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন অর্পণ। সেই ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন ‘নিন্দুকে বলবে background টা ভালো না। কিন্তু সামনে আমি আছি তো’। এই ছবির কমেন্ট সেকশনে উপচে পড়েছে অনুরাগীদের একরাশ ভালোবাসার বন্যা।