টেলিভিশনের পর্দায় এখন যেমন নতুন সিরিয়ালের আনাগোনা, তেমনি নতুনদের সাথে পাল্লা দিয়ে ইদানিং বেশিরভাগ পুরনো সিরিয়ালকেই দেখা যাচ্ছে লিপ নিতে। কোন একটা ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েক বছর এগিয়ে যাচ্ছে সিরিয়ালের গল্প।
সেই সাথে বদলে যাচ্ছে গল্পের প্রেক্ষাপট আর চরিত্রদের চেহারা। সম্প্রতি এমনই এক লিপ নিতে গিয়েছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)-কে। সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েক বছর এগিয়ে গিয়েছে লাহিড়ীবাড়ি সদস্যদের গল্প। সেই সাথে শুরু হয়েছে মিতুলের (Mitul) নতুন অধ্যায়।
কাহিনী লিপ নেওয়ার আগে দেখা গিয়েছিল ছেলে আদর এসেছে মিতুলের কোলে। যদিও ষষ্ঠী পুজোর দিনেই অনামিকার চক্রান্তে বাড়ি থেকে চুরি হয়ে যায় মিতুলের সেই নয়নের মনি আদর। ছেলেকে খুঁজে না পেয়ে একদিকে যখন মিতুল একেবারে হয়রান। তখনই সকলের আড়ালে গুগলিকে মিতুলের সম্পর্কে ভুল বুঝিয়ে তাকে মিতুলের থেকে দূরে করে দিয়েছে অনামিকা।
লিপ নেওয়ার পর দেখা যাচ্ছে মিতুলের মেয়ে গুগলি এখন বড় হয়ে গিয়েছে। সে এখন কলেজে পড়ে। অনামিকার কথাতে বিশ্বাস করে সে এখন ভাবে তার মিতুল মা তাকে আর আগের মতো ভালোবাসে না। তাই এখন মা মেয়ের ভালোবাসা সম্পর্কে এসেছে অদ্ভুত পরিবর্তন।
ধারাবাহিকের এই গুগলি চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রানী ভট্টাচার্য। এর আগে ‘লালকুঠি’ সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে মিতুলের ছেলে আদরের (Ador) চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সপ্তর্ষি বসু রয় চৌধুরী (Saptarshi Basu Roy Chowdhury)। যাকে দেখতে অনেকটা ‘রাখি-বন্ধন’ সিরিয়ালের শিশু শিল্পী সোহম বসু রায় চৌধুরীর (Soham Basu Roy Chowdhury) মতোই।
তবে শুধু নামই নয় তাঁদের পদবীও এক। তাই অনেকেই সোহমের মুখের সাথে গুলিয়ে ফেলেছেন সপ্তর্ষিকে। কিন্তু আদতে তা নয় সপ্তর্ষিমকেও ইতিপূর্বে দেখা গিয়েছে বেশ কয়েকটি টিভি শোতে অভিনয় করেছেন তিনি। ‘বেদিনি মলুয়ার কথা’ নামে একটি সিরিয়ালেও দেখা গিয়েছে তাঁকে।
অভিনেতার সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘাঁটলে দেখা যায় সপ্তর্ষি ছোটবেলাতেই কোন এক বিজ্ঞাপনে কাজ করেছেন স্বয়ং বলিউড বাদশা শাহরুখ খানের সাথে। এছাড়াও বাংলার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী কিংবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মত জনপ্রিয় তারকাদের সাথে বেশ কিছু ছবি রয়েছে অভিনেতা সোশ্যাল মিডিয়া প্রোফাইলে।