• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই মাটির মানুষ! বিলাসিতা ছেড়ে ট্রেন সফর, জাদুকর অরিজিৎ সিংকে দেখতে উপচে পড়ল ভিড়

Published on:

Arijit Singh reaches Uttarbanga by train Huge number of fans welcome singer with lots of love viral video

সত্যিই তিনি আলাদা। অরিজিৎ সিংয়ের (Arijit Singh) মতো মানুষ আর দু’টো খুঁজে পাওয়া খুব কঠিন। প্রতিভার দিক থেকে বটেই, ব্যক্তিত্বের দিক থেকেও এই বঙ্গ তনয় অনন্য। অরিজিতের অনুরাগীরা জানেন, তাঁদের প্রিয় তারকা মাটির কাছাকাছি থাকতে ভালোবাসেন। তারকাসুলভ কোনও আচরণই নেই তাঁর মধ্যে। সম্প্রতি ফের একবার সেকথা প্রমাণ করে দিলেন তিনি।

কয়েকদিন আগেই ২০২৩ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে এসেছেন অরিজিৎ। সেই অনুষ্ঠানে এই বঙ্গ তনয়ের গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়ার মতো তারকারা। এবার গায়কের গন্তব্য উত্তরবঙ্গ (North Bengal)। ৪ এপ্রিল, মঙ্গলবার অর্থাৎ আজ উত্তরবঙ্গে কনসার্ট (Concert) রয়েছে গায়কের।

Arijit Singh, Arijit Singh Siliguri concert, Arijit Singh in train, Arijit Singh in Teesta Torsa express

গত ফেব্রুয়ারি মাসে শহর কলকাতায় আয়োজিত হয়েছিল অরিজিতের কনসার্ট। মাস দুয়েকের মধ্যে ফের একবার রাজ্যে আয়োজিত হচ্ছে তাঁর অনুষ্ঠান। আজ সন্ধ্যায় শিলিগুড়ির (Siliguri) কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত হবে সেই প্রোগ্রাম। তবে তার আগে ফের একবার নিজের ‘মাটির মানুষ সুলভ’ আচরণের সৌজন্যে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন অরিজিৎ।

সূত্রের খবর অনুযায়ী, বুধবার মধ্যরাতে শিলিগুড়ি পৌঁছন অরিজিৎ। তাঁর মতো এত বড় তারকারা বিমানে করেই যাতায়াত করেন। কিন্তু অরিজিৎ যে বাকি সবার থেকে আলাদা। তারকাদের মতো আকাশে নয়, বরং সাধারণ মানুষের মতো মাটির কাছাকাছি থাকতে ভালোবাসেন তিনি। সেই জন্য বিমান নয়, বরং ট্রেনে (Train) করে উত্তরবঙ্গ যান গায়ক।

Arijit Singh, Arijit Singh Siliguri concert, Arijit Singh in train, Arijit Singh in Teesta Torsa express

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে, নিউ জলপাইগুড়ি স্টেশনে একটি এক্সপ্রেস ট্রেন এসে দাঁড়ায়। প্ল্যাটফর্মে সেই সময় অগণতি মানুষের ভিড়। এরপরই জানা যায় সেই ভিড়ের আসল কারণ। ট্রেনের দরজায় জলপাই রঙের হুডি এবং মুখে মাস্ক পরে দাঁড়িয়ে রয়েছে যে স্বয়ং অরিজিৎ সিং। গায়ক নিজেকে আড়াল রাখার চেষ্টা করলেও, ভক্তদের চোখকে অত সহজে ফাঁকি দিতে পারেননি তিনি। জানা গিয়েছে, কনসার্টের জন্য রাত আড়াইটে নাগাদ শিলিগুড়ি পৌঁছন অরিজিৎ।


উত্তরবঙ্গে ‘কেশরিয়া’ গায়কের কনসার্টের আয়োজক তোচন ঘোষ ট্রেন সফর প্রসঙ্গে বলেন, ‘ওঁর মধ্যে তারকাসুলভ কোনও আচরণ তো নেই। জিয়াগঞ্জ থেকে তিস্তা-তোর্সা এক্সপ্রেস করে এসেছে অরিজিৎ। সঙ্গে করে ওঁর প্রায় ৩০ জন বন্ধুকেও এনেছে’। তোচন-পুত্র বনি ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘জিয়াগঞ্জে তো কোনও বিমানবন্দর নেই। সেই জন্য ট্রেনে করে আসাই সুবিধা। আর অরিজিৎও এক কথাতেই রাজি হয়ে গিয়েছিলেন’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥