রাজনৈতিক (Politics) দুনিয়ার সঙ্গে বিনোদন (Entertainment) দুনিয়ার সম্পর্ক ক্রমশই পোক্ত হচ্ছে। বিনোদন দুনিয়ার একাধিক তারকা সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। সম্প্রতি যেমন তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) সঙ্গে টলিউড (Tollywood) অভিনেত্রী মধুমিতার সরকারের (Madhumita Sarcar) বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখান থেকেও রাজনীতি-বিনোদনের যোগের কথাটি বেশ বোঝা যাচ্ছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, বঙ্গ রাজনীতির ‘কালারফুল বয়’ মদন মিত্র এবং পর্দার ‘পাখি’ মধুমিতা বিএমডব্লিউ (BMW) গাড়িতে বসে রয়েছেন। ছবিটি শেয়ার করেছেন মদন মিত্র নিজে। লাক্সারি সেই গাড়ির চালকের আসনে মধুমিতাকে বসে থাকতে দেখা যাচ্ছে। একে অপরের দিকে তাকিয়ে হাসছেন দু’জনে।
মদন মিত্রের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, সবুজ রঙের কো-অর্ড সেট পরে রয়েছেন টলি সুন্দরী মধুমিতা। অভিনেত্রীর চোখ ঢাকা রোদচশমায়। অপরদিকে চালকের পাশের সিটেই বসে রয়েছেন কামারহাটির বিধায়ক। মদন মিত্রের পোশাকও যথারীতি নজর কেড়েছে। ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর হাত নিজের হাতে নিয়ে হাসিমুখে তাঁর দিকে তাকিয়ে রয়েছেন মদনবাবু।
শুধুমাত্র এই একটি ছবিই নয়, আরও দু’টি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বাংলার ‘কালারফুল বয়’। নীল রঙা বিএমডব্লিউর সামনে থেকে সেই ছবি দু’টি তোলা হয়েছে। এর মধ্যে একটি ছবির ক্যাপশনে লেখা হয়েছে নতুন ড্রাইভার এবং অপরটির ক্যাপশনে লেখা বেস্ট অফ লাক।
ছবিগুলি দেখে নেটিজেনদের একাংশের প্রশ্ন, গাড়িটি কার? মধুমিতার নাকি মদন মিত্রের? কয়েকজন আবার এই প্রশ্নও করেছেন, গাড়িটি কি অভিনেত্রী নিজের টাকায় কিনেছেন নাকি বিধায়কবাবু তাঁকে উপহার দিয়েছেন? সংবাদমাধ্যমে এই বিষয়ে মদনবাবু বলেন, তাঁর নিজের বিএমডব্লিউ কেনার সামর্থ্যই নেই। অন্য কাউকে কীভাবে উপহার দেবেন? তিনি নিজে পুরনো অ্যাম্বাসাডরে চড়েন। ‘কুলের আচার’ অভিনেত্রীর জন্য বিএমডব্লিউ গাড়ি চড়ার শখ পূরণ হয়েছে মদনবাবুর। তবে দু’জনের দেখা কোথায় হল?
মদন মিত্র জানান, একটি অনুষ্ঠানে মধুমিতা এসেছিলেন। অভিনেত্রী নিজেই গাড়ি চালিয়ে সেখানে এসেছিলেন। সেখান থেকে ফেরার সময় টলি সুন্দরী নিজের গাড়ির চাবি মদনবাবুর হাতে তুলে দেন। এরপর গাড়িতে উঠে দু’জনে ফটোশ্যুট করেন। সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।