বাংলা সিনেমা (Tollywood) এবং টেলি (Television) দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী (Actress) হলেন গার্গী রায় চৌধুরী (Gargee Roychowdhury)। গত দু’দশকেরও বেশি সময় ধরে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত। নিজের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে তৈরি করেছেন পরিচিতি, জিতেছেন দর্শকমন। একসময় বাংলা ধারাবাহিকের হাত ধরে পথচলা শুরু হলেও এখন অভিনেত্রীকে সিরিয়ালে তেমন একটা দেখা যায় না। খুবই সীমিত সংখ্যক কিছু ছবিতেই দেখা যায় তাঁকে।
বাংলা বিনোদন দুনিয়ার এই নামী অভিনেত্রীড় কেরিয়ার শুরু হয়েছিল থিয়েটারের মাধ্যমে। এছাড়া বেশ কিছুটা সময় রেডিওয় সংবাদপাঠিকা হিসেবেও কাজ করেছিলেন গার্গী। এরপর ‘শিশিরের শব্দ’ নামের এক বাংলা সিরিজে উকিলের চরিত্রে অভিনয় করার পর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। যদিও ব্যাপক জনপ্রিয়তা থাকলেও গার্গী কিন্তু খুব কম সংখ্যক কাজই করেছেন।
সম্প্রতি আবার অভিনেত্রী নিজের কেরিয়ারের নতুন ইনিংস শুরু করেছেন। অভিনয়ের সঙ্গেই গায়িকা হিসেবেও পথচলা শুরু করেছেন তিনি। অতনু রায় চৌধুরীর সিনেমা ‘শেষ পাতায়’ ‘আমার জ্বলেনি আলো’ গানটি গার্গীর গাওয়া। ইতিমধ্যেই সেই গান সকলের মন ছুঁয়ে গিয়েছে। এর আগে বাংলা ইন্ডাস্ট্রি থেকে কখনও গান গাওয়ার সুযোগ পাননি অভিনেত্রী। তাই ‘শেষ পাতা’য় সেই সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই প্রচণ্ড খুশি গার্গী।
টলিপাড়ার এই নামী অভিনেত্রী গান গাওয়ার কোনও প্রথগত শিক্ষা নেননি। কিন্তু সংবাদমাধ্যমের কাছে গার্গী জানান, তিনি গান গাইতে ভালোবাসেন। বিশেষত রবীন্দ্রসংগীত বরাবর তাঁর খুব প্রিয় বলে জানান অভিনেত্রী। গার্গীর কথায়, ‘বরাবর আমি পড়তে ভালোবাসি। তা সে কবিতার কোনও বই হোক বা গীতবিতান। আমার প্রত্যেক অনুভূতিতেই রবীন্দ্র সংগীতের কাছে মানসিক আশ্রয় খুঁজে পেয়েছি’।
গার্গী জানান, ছবির পরিচালক তাঁকে চিত্রনাট্য দিয়ে বলেছিলেন, এই সিনেমার দু’টি গান গাওয়ার দায়িত্ব তাঁকেই নিতে হবে। এর মধ্যে ‘আমার জ্বলেনি আলো’ গানটি প্রত্যেকে মন ছুঁয়ে গিয়েছে। গার্গী জানান, প্রথাগত সঙ্গীত শিক্ষা তাঁর নেই। তাই তিনি যেভাবে রবীন্দ্র সংগীতকে অনুভব করেন, সেভাবেই ছবিতে গান গেয়েছেন।
গার্গী এমন একজন অভিনেত্রী যিনি এখনকার দিনের শিল্পীদের মতো হাতে একাধিক কাজ নেন না। অভিনেত্রীর কথায়, তিনি এক বছর চারটে ছবি করেন না। তবে তিনি চেষ্টা করেন, তাঁর অভিনীত প্রত্যেকটি চরিত্র যেন অপরটির থেকে আলাদা হয়। প্রতিভাবান এই অভিনেত্রী জানান, আগামী দিনে যদি ওয়েব সিরিজে মনের মতো কাজ পান তাহলে সেখানেও কাজ করবেন তিনি।