বাংলা টেলিভিশনের পর্দায় এখন নিত্য নতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। প্রত্যেকটা বিনোদনমূলক চ্যানেলেই আসছে একের পর এক নতুন সিরিয়াল। স্টার জলসা হোক কিংবা জি বাংলা (Zee Bangla) অথবা কালার্স বাংলা কিংবা আকাশ আটের মতো জনপ্রিয় সব বিনোদনমূলক চ্যানেল সব ক্ষেত্রেই এখন নতুন সিরিয়াল লঞ্চ করার বিষয়ে যেন চলছে এক ধরনের প্রতিযোগিতা।
কাজে বোঝাই যাচ্ছে বিনোদনের ক্ষেত্রে বাংলা সিরিয়াল এখন দর্শকদের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এরই মধ্যে দর্শকদের দ্বিগুণ বিনোদন আনন্দ দিতে নতুনের ভিড়ে একগুচ্ছ পুরনো সিরিয়াল ফিরিয়ে আনার চিন্তাভাবনা করছে জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষ। এই খবর পাওয়ার পর থেকে দারুণ উচ্ছসিত হয়ে পড়েছেন বাংলা সিরিয়াল প্রেমি দর্শকরা।
এমনিতে বছর বছর টেলিভিশন চ্যানেলগুলিতে কত সিরিয়াল যায় আর আসে। কিন্তু তারই মধ্যে এমন কিছু মেগা সিরিয়াল থেকে যায় যা শেষ হওয়ার পরেও তার ছাপ থেকে যায় দর্শক মহলে। জি বাংলার পর্দায় সম্প্রচারিত এমনই বেশ কয়েকটি জনপ্রিয় মেগা সিরিয়াল আরও একবার ফিরতে চলেছে টেলিভিশনের পর্দায়।
আসলে গতকাল অর্থাৎ ৩ এপ্রিল থেকেই জি বাংলার পর্দা শুরু হয়েছে ধারাবাহিকের নতুন সিডিউল। এই নতুন সিডিউল অনুযায়ী শুধু সন্ধ্যে নয় সকালবেলা থেকেই দর্শকদের বিনোদনের জন্য হাজির থাকছে একের পর এক সব বাংলা সিরিয়াল। নতুন সিডিউল অনুযায়ী জি বাংলার পর্দায় যে সকল নতুন পুরনো ধারাবাহিকের সম্প্রচার সময় নির্ধারিত হয়েছে, বং ট্রেন্ডের পাতায় দেখে নিন তারই এক ঝলক।
ভুতু : 9 AM
বাটুল দ্যা গ্রেট: 9:30 AM
কৃষ্ণকলি: 10:30 AM
ঘরে ঘরে জি বাংলা: 2:30 PM
তোমার খোলা হাওয়া: 3:00 PM, 1:00 AM
দিদি নাম্বার ওয়ান: 5:00 PM
মিঠাই: 6:00 PM, 12:30 AM, 2:10 AM, 8:00 AM, 10:00 AM, 2:00 PM
খেলনা বাড়ি: 6:30 PM, 3:21 AM, 8:30 AM, 1:00 PM
জগদ্ধাত্রী: 7:00 PM, 11:30 PM, 2:34 AM, 6:00 AM, 11:30 AM, 3:30 PM
গৌরী এলো: 7:30 PM, 1:47 AM, 4:31 AM, 7:00 AM
নিম ফুলের মধু: 8:00 PM, 12:00 AM, 2:57 AM, 7:30 AM, 1:30 PM
রাঙা বউ: 8:30 PM, 4:08 AM, 4:00 PM
সোহাগ জল: 9:00 PM
মুকুট: 9:30 PM, 4:30 PM
ইচ্ছে পুতুল: 10:00 PM, 3:44 AM, 6:30 AM, 12:30 PM
মন দিতে চাই: 10:30 PM, 1:23 AM, 12:00 PM
শ্রীকৃষ্ণ লীলা: 11:00 PM
দিদি নাম্বার ওয়ান: 8:30 PM (রবিবার)
ডান্স বাংলা ডান্স: 9:30 PM (শনি,রবি)
প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় জি বাংলার এমনই একটি নতুন সিডিউল শেয়ার করা হয়েছিল। তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রথমে নিশ্চিত হওয়া না গেলেও সম্প্রতি দেখা যাচ্ছে এই সিডিউল মেনেই জি বাংলার পর্দায় এখন বিনোদনে ভরপুর সকাল থেকে সন্ধ্যা।