• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১০০০ কোটির ‘পাঠান’ অতীত! রিলিজের আগেই এত কোটি ঘরে তুলল ‘বাদশা’ শাহরুখের ‘জওয়ান’

Published on:

Shah Rukh Khan’s Jawan digital rights intensifies war between OTT platforms

চলতি বছরটা বলিউডের (Bollywood) একজন তারকার নামেই লেখা থাকবে। আর তিনি হলেন ‘বাদশা’ শাহরুখ খান (Shah Rukh Khan)। বছরের শুরুতেই রিলিজ করেছিল ‘কিং খান’এর ‘পাঠান’ (Pathaan)। বক্স অফিসে ঝড় তুলেছিল সেই সিনেমা। এবার আসছে মেগা বাজেটের ‘জওয়ান’। দর্শকদের মধ্যে ‘পাঠান’ ক্রেজ এখনও শেষ হয়নি, এর মধ্যেই ‘জওয়ান’ (Jawan) নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে।

ব্লকবাস্টার ‘পাঠান’ গোটা বিশ্বের বক্স অফিসে রাজত্ব করেছে। ঘরে তুলেছে ১০০০ কোটিরও বেশি টাকা। এবার পালা শাহরুখের ‘জওয়ান’এর। এটি আবার ‘কিং খান’এর প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা। হিন্দির পাশাপাশি বেশ কয়েকটি আঞ্চলিক ভাষাতেও রিলিজ করবে এই সিনেমা। ফলে শুধুমাত্র হিন্দি বেল্টের দর্শকদের মধ্যেই নয়, গোটা দেশের সিনেপ্রেমী মানুষদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে।

Jawan, Jawan movie, Jawan release date, Jawan OTT rights

শাহরুখের এই বহুপ্রতীক্ষিত ছবি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। নায়িকার চরিত্রে দেখা যাবে, দক্ষিণ সুন্দরী নয়নতারাকে। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দক্ষিণের নামী অভিনেতা বিজয় সেতুপতিকে। শোনা যাচ্ছে, শাহরুখের এই মেগা বাজেট সিনেমায় ক্যামিও রোলে দেখা যাবে ‘আরআরআর’ খ্যাত রাম চরণ, থালাপতি বিজয় এবং বলি সুন্দরী দীপিকা পাড়ুকোনকে।

এক ছবিতে বলিউড-সাউথের এত তারকার সমাগম সচরাচর চোখে পড়ে না। তাই স্বাভাবিকভাবেই শাহরুখের আসন্ন এই সিনেমা ঘিরে দর্শকমহলে আগ্রহ দেখার মতো। অবশ্য শুধুমাত্র দর্শকদের মধ্যেই নয়, ‘জওয়ান’ নিয়ে বিভিন্ন নামী ওটিটি প্ল্যাটফর্মগুলির (OTT) মধ্যে আগ্রহও দেখার মতো। শাহরুখের সিনেমা রিলিজে এখনও কয়েকমাস বাকি থাকলেও এখন থেকেই ছবির ডিজিটাল রাইটস (Digital rights) নিয়ে ওটিটি প্ল্যাটফর্মগুলির মধ্যে লড়াই শুরু হয়ে গিয়েছে।

Jawan, Jawan OTT rights

সম্প্রতি পিঙ্কভিলায় প্রকাশিত একটি প্রতিবেদনে ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত এক সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘জওয়ান এমন একটি সিনেমা যেটি প্রচুর মানুষ দেখবে বলে আশা করা হচ্ছে। এই ছবিটির একটি সর্বজনীন অ্যাপিল রয়েছে… পাশাপাশি ছবিটি যেহেতু বেশ অনেকগুলি ভাষায় রিলিজ করবে সেই জন্য সব মার্কেটেই এটি ভালো ব্যবসা করবে। প্রচুর দর্শকদের সঙ্গে কানেক্ট করবে। আর এসব কারণেই যে কোনও ওটিটি প্ল্যাটফর্মের অনেক লাভ হবে’।

অনেক চলচ্চিত্র বিশেষজ্ঞের মতে, ব্লকবাস্টার ‘পাঠান’এর থেকেও বেশি দামে বিক্রি হবে ‘জওয়ান’। শাহরুখের ‘পাঠান’এর ওটিটি রাইটস ১০০ কোটি টাকায় অ্যামাজন প্রাইমের কাছে বিক্রি হয়েছিল। ‘জওয়ান’ সেই অঙ্ক ছাপিয়ে যাবে বলেই অনুমান। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কত টাকায় বিক্রি হয় ‘কিং খান’এর এই মেগা বাজেট সিনেমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥