• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যেমন রূপসী তেমনই অভিনয়! টেলি দুনিয়ার এই ৬ সুন্দরী ভিলেনের রূপে মজে বাংলার দর্শকরা

Updated on:

6 beautiful and popular villains of Bengali serial who can beat heroines by their acting

যে কোনও বাংলা সিরিয়ালের (Bengali serial) জনপ্রিয়তার পিছনে নায়ক-নায়িকার মতোই খলনায়িকারও (Villain) বিরাট গুরুত্ব থাকে। তাঁদের ছাড়া সিরিয়ালের ‘ফ্লেভার’টা ঠিক আসে না। বাংলা টেলি দুনিয়াতেই এমন অনেক খলনায়িকা রয়েছেন যারা রূপ (Beautiful) এবং অভিনয়ের (Acting) নিরিখে নায়িকার থেকে কোনও অংশে কম যান না। তাঁদের সৌন্দর্যে মজে গোটা বাংলা। আজকের প্রতিবেদনে টেলিপাড়ার এমনই ৬ সুন্দরী ভিলেনের নাম তুলে ধরা হল।

অহনা দত্ত (Ahona Dutta)- সুন্দরী খলনায়িকাদের কথা শুনলেই প্রথমেই দর্শকদের মাথায় আসে অহনার নাম। এই মুহূর্তে ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে মিশকার চরিত্রে অভিনয় করছেন তিনি। হাড়জ্বালানো ভিলেনের চরিত্রে অভিনয় করলেও মিশকা জিতে নিয়েছেন দর্শকদের মন। এই মুহূর্তে বাংলার টেলি দুনিয়ার নম্বর ওয়ান ভিলেন তিনি।

Anurager Chhowa Mishka, Ahona Dutta

রোশনি ভট্টাচার্য (Roshni Bhattacharya)- ‘গোধূলি আলাপ’এর রোহিণীর নামও লিস্টে রয়েছে। এই চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন টেলি অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। অনেকেই বলেন, নায়িকা নোলকের থেকে অভিনয় কিংবা সৌন্দর্য কোনও দিক থেকেই কম যান না রোহিণী।

Godhuli Alap Rohini, Roshni Bhattacharya

মধুরিমা বসাক (Madhurima Basak)- স্টার জলসার পর্দায় সম্প্রচারিত অত্যন্ত চর্চিত একটি ধারাবাহিক হল ‘গুড্ডি’। সেই সিরিয়ালে খলনায়িকা শিরিনের চরিত্রে দেখা যাচ্ছে মধুরিমাকে। নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের রাগিয়ে দেওয়ার ক্ষমতা বেশ ভালোই রয়েছে মধুরিমার। আর তাই একজন ভিলেন হিসেবে তিনি যে সার্থক তা বলাই যায়।

Guddi serial Shirin, Madhurima Basak

তম্বী লাহা রায় (Tonni Laha Roy)- ‘মিঠাই’ সিরিয়ালে প্রথমে তন্বী অভিনীত তোর্সা চরিত্রটিকে ভিলেন হিসেবে দেখানো হচ্ছিল। এখন অবশ্য সে ভালো হয়ে গিয়েছে। একই সিরিয়ালে পজিটিজ এবং নেগেটিভ দুধরণের চরিত্রেই তাঁকে দেখেছেন দর্শকরা। সেই সঙ্গেই মগ্ধ হয়েছেন তাঁর ভার্সেটালিটি দেখে।

Mithai serial Torsa, Tonni Laha Roy

শ্বেতা মিশ্র (Sweta Mishra)- ‘ধুলোকণা’, ‘ইচ্ছে পুতুল’ খ্যাত শ্বেতার নামও তালিকায় রয়েছে। বাংলা টেলি দুনিয়ার এই সুন্দরী খলনায়িকার অভিনয় দেখে চড়চড় করে দর্শকদের রাগ বাড়তে থাকে। একজন ভিলেন হিসেবে শ্বেতা যে সার্থক তা এখান থেকেই বেশ বুঝে নেওয়া যায়।

Sweta Mishra

শিঞ্জিনী চক্রবর্তী (Shinjinee Chakraborty)- ‘উমা’ ধারাবাহিক খ্যাত শিঞ্জিনীকে এখন খলনায়িকার চরিত্রে দেখা যাচ্ছে। স্টার জলসার ‘পঞ্চমী’ ধারাবাহিকে কালনাগিনীর চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।

Ponchomi serial Chitra, Shinjinee Chakraborty

নাগ-নাগিনীদের নিয়ে তৈরি হওয়া এই সিরিয়ালে শিঞ্জিনীর অভিনয় মুগ্ধ করেছেন দর্শকদের। তাঁদের মতে, যত সময় যাচ্ছে ততই সুন্দর হচ্ছে শিঞ্জিনীর অভিনয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥