গত দু’বছর ধরে বাংলা টেলিভিশন (Television) জগতে রাজত্ব করে আসছে জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai)। বিনোদনের রসদ জোগাতে জোগাতে মিঠাই-সিদ্ধার্থ হয়ে উঠেছে দর্শকদের ঘরের সদস্য। তবে এবার সেই পথচলা শেষ (End) হতে চলেছে। বেশ কয়েকদিন আগেই জানা গিয়েছিল, এই মাসে শেষ হবে জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকটি। অবশেষে প্রকাশ্যে এসে গেল অন্তিম সম্প্রচারের (Last telecast) দিনক্ষণ।
গত বছর থেকেই টেলিপাড়ার অন্দরে ‘মিঠাই’ শেষের গুঞ্জন শোনা যাচ্ছিল। এমনকি যখন রাত ৮টার স্লটে ‘নিম ফুলের মধু’ শুরু হয়েছিল, তখনও অনেকেই ভেবেছিলেন ‘মিঠাই’য়ের বিদায়ঘণ্টা বুঝি বেজে গেল! কিন্তু সেসব জল্পনাকে মিথ্যে করে সন্ধ্যা ৬টা থেকে শুরু করে সিরিয়ালের সম্প্রচার। তবে এবার সিরিয়াল শেষ হওয়া কার্যত নিশ্চিত বলেই মনে করছেন সকলে।
‘মিঠাই’প্রেমীদের কাছে এই সিরিয়ালটি একটি আবেগ। সেই জন্যই এপ্রিল মাস যত এগোচ্ছে, ততই তাঁদের মনে সিরিয়াল শেষের ভয়ও জাঁকিয়ে বসছে। তবে কথাতেই আছে, যা শুরু হয়েছে তা শেষ হবেই। ‘মিঠাই’য়ের ক্ষেত্রেও এর অন্যথা হবে না। দীর্ঘ ২ বছর সম্প্রচার হওয়ার পর শেষ হতে চলেছে এই সিরিয়াল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লেখেন, তিনি ‘মিঠাই’য়ের স্টুডিওয় গিয়ে জানতে পারেন আগামী ১০-১৫ দিনের মধ্যে সিরিয়ালের শ্যুটিং শেষ হয়ে যাবে। পাশাপাশি তিনি এও দাবি করেন, টিআরপির জন্য নয়, বরং ব্যক্তিগত কারণের জন্য এত তাড়াতাড়ি শেষ করে দেওয়া হচ্ছে এই ধারাবাহিক।
সংশ্লিষ্ট নেটাগরিক লিখেছেন, ‘আজ ভারত লক্ষ্মী স্টুডিও গিয়েছিলেন। ওখানে সবাই বলল, ১০-১৫ দিনের মধ্যে ‘মিঠাই’য়ের শ্যুটিং শেষ! পরের মাসেই শেষ কনফার্ম। বলছিল, যা টিআরপি তাতে ২-৩ মাস আরামসে চলতো কিন্তু ব্যক্তিগত কিছু সমস্যার জন্য তাড়াতাড়ি শেষ করতে বাধ্য হচ্ছে’। প্রসঙ্গত উল্লেখ্য, সংশ্লিষ্ট নেটাগরিক গত মাসের শেষের দিকে তথা মার্চ মাসের শেষে এই পোস্টটি করেছিলেন।
স্বাভাবিকভাবেই এই পোস্ট দেখার পর ‘মিঠাই’ ভক্তদের মন খুব খারাপ হয়ে গিয়েছে। তবে এই প্রসঙ্গে চ্যানেলের সঙ্গে যোগাযোগ করলে সেখান থেকে জানানো হয়, এখনও এই বিষয়ে কোনও নিশ্চিত খবর নেই। তবে টেলি দর্শকদের অনুমান, চলতি মাসেই ‘মিঠাই’ শেষ হয়ে নতুন ধারাবাহিক ‘ফুলকি’ শুরু হবে। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন চ্যানেল কর্তৃপক্ষ এবং নির্মাতারা।