বিনোদন ইন্ডাস্ট্রিতে সম্পর্কের (Relationship) ভাঙা গড়া লেগেই থাকে। টলিউড (Tollywood) এবং বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এমন অনেক জুটি রয়েছে যাদের সম্পর্ক দেখে কেউ কোনও দিন ভাবেনি সেই সম্পর্ক ভাঙতে পারে। কিন্তু তা সত্ত্বেও সেই সম্পর্ক ভেঙেছে (Break up)। তাঁদের মধ্যে কেউ নতুন সম্পর্কে জড়িয়েছেন, কেউ আবার এখনও একাই রয়েছেন। আজকের প্রতিবেদনে বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির এমনই ৮ তারকাজুটি (Celeb couple) নাম তুলে ধরা হল।
নুসরত জাহান এবং নিখিল জৈন (Nusrat Jahan and Nikhil Jain)- ২০১৯ সালে তুরস্কে এক রাজকীয় অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল নুসরত-নিখিল। প্রথমদিকে সব ঠিক থাকলেও, ২০২০ সালের শেষের দিক থেকেই এক বাড়িতে থাকছিলেন না নুসরত-নিখিল। এরপর সেই সম্পর্ক ভেঙে যায়। নিখিলের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর নুসরত এখন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে থাকেন।
কাঞ্চন মল্লিক এবং পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Kanchan Mullick and Pinky Banerjee)- টলিপাড়ার এই দুই তারকার বৈবাহিক সম্পর্ক বেশ ভালোই চলছিল। কিন্তু অভিনেতা নাকি টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এরপরই ঝড় ওঠে কাঞ্চন-পিঙ্কির সংসারে। এখন ছেলেকে নিয়ে আলাদা থাকেন পিঙ্কি।
ইন্দ্রনীল সেনগুপ্ত এবং বরখা বিস্ত (Indraneil Sengupta and Barkha Bisht)- টলিউড এবং বলিউডের অত্যন্ত পরিচিত মুখ ইন্দ্রনীল এবং বরখা। প্রায় ১৪ বছরের দাম্পত্য জীবন তাঁদের। কিন্তু হঠাৎই সেই সম্পর্কে ছেদ পড়ে। এখনও এই বিষয়ে দু’জনের কেউ প্রকাশ্যে কোনও কথা না বললেও, শোনা যায়, ইন্দ্রনীলের জীবনে এক টলিউড অভিনেত্রীর আগমনের ফলেই স্ত্রীয়ের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে।
অনুপম রায় এবং পিয়া চক্রবর্তী (Anupam Roy and Piya Chakraborty)- অনুপম এবং পিয়া দীর্ঘদিনের বন্ধু ছিলেন। এরপর গাঁটছড়া বাঁধেন। ৬ বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে সেই সম্পর্কে ইতি টানেন তাঁরা। শোনা যায়, পিয়ার জীবনে এক টলিউড অভিনেতার আগমনের ফলেই অনুপমের সঙ্গে সম্পর্ক ভেঙেছে। যদিও সেই খবর একেবারেই নিশ্চিত নয়।
তথাগত মুখোপাধ্যায় এবং দেবলীনা দত্ত (Tathagata Mukherjee and Debolina Dutta)- দীর্ঘ ৮ বছরের বন্ধুত্ব, এরপর প্রেম এবং তারপর একসঙ্গে সংসার। সেই সব কিছুই গত বছর সেপ্টেম্বর মাসে ভেঙে যায়। তথাগত-দেবলীনার বিচ্ছেদের কারণ হিসেবে উঠে এসেছে টলিউডের এক অভিনেত্রীর নাম। শোনা যায়, তাঁর সঙ্গে তথাগতর ঘনিষ্ঠতার কারণে দেবলীনার সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে।
সৌরভ দাস এবং অনিন্দিতা বসু (Saurav Das and Anindita Basu)- টলিউডের এই দুই তারকা যে প্রেম করছে তা সবাই জানতো। কিন্তু হঠাৎই সকলকে অবাক করে বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে। অনিন্দিতা এখন মুম্বইয়ে থাকেন, অপরদিকে সৌরভ কলকাতার বাসিন্দা। শোনা যায়, এই দুই তারকাই এখন নতুন সম্পর্কে জড়িয়েছেন। যদিও সেই বিষয়ে কেউই মুখ খোলেননি।
সায়ন্ত মোদক এবং দেবচন্দ্রিমা সিংহ রায় (Sayanta Modak and Debchandrima Singha Roy)- টেলি ইন্ডাস্ট্রির চর্চিত জুটিগুলির মধ্যে একটি ছিল সায়ন্ত এবং দেবচন্দ্রিমার জুটি। তবে আচমকাই ভেঙে যায় তাঁদের সম্পর্ক। এরপর শোনা যায়, ‘সাঁঝের বাতি’র সহ অভিনেতা রিজওয়ানি রাব্বানি শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দেবচন্দ্রিমা। অপরদিকে সায়ন্ত প্রেম করছেন টেলি অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রের সঙ্গে।
অভিষেক বসু এবং দিয়া মুখোপাধ্যায় (Abhishek Basu and Diya Mukherjee)- বাংলা টেলি ইন্ডাস্ট্রির একসময়কার চর্চিত কাপলগুলির মধ্যে একটি ছিল অভিষেক এবং দিয়া। একসঙ্গে কাজ করতে গিয়ে প্রথম পরিচয়, এরপর তা বদলে যায় প্রেমে।
প্রায় ৩ বছর একসঙ্গে ছিলেন অভিষেক এবং দিয়া। তবে সেই সম্পর্ক এখন অতীত। ২০২১ সালে দিয়ার সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। অপরদিকে দিয়া নাকি এখনও পুরনো সম্পর্কের ক্ষত ভুলতে পারেনি।