ইতিমধ্যেই জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হয়েছে ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’ (Sonar Songsar Award)-এর অনুষ্ঠান। গত মাসের শুরুতেই শুটিং সম্পন্ন হয়েছিল এই অ্যাওয়ার্ড ফাংশনের। প্রত্যেক বছরেই এই শো নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। এবারেও তার ব্যতিক্রম হয়নি। তবে এবছরের অনুষ্ঠানে দেখা মিলেছে একঝাঁক নতুন সিরিয়ালের নায়ক-নায়িকাদের।
এই তালিকায় এবছর বিশেষ ভাবে নজর কেড়েছিলেন ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) পর্ণা (Parna) অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma)। এই অনুষ্ঠানে ‘সেরা মেয়ে’র পুরস্কার জিতে নিয়েছেন তিনি। এবছর এই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবং অভিনেতা অঙ্কুশ হাজরা (Subhashree Ganguly & Ankush Hazra)।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন। পল্লবী পুরস্কার নিতে এলেই শুভশ্রী তাকে বলেন, তার বিখ্যাত এক ব্রত ‘সতীন কাটা’ তার মন্ত্রটা যদি সে একবার বলে। টলিউডের ইন্দুবালার এমন আবদার শুনে না করেননি পর্ণাও।
দর্শকরা সকলেই জানেন বড় জা মৌমিতার বোন তিন্নির বরাবরই নজর ছিল তাঁর স্বামী সৃজনের দিকে। কিন্তু ঠাম্মির সাথে প্ল্যান করেই বুদ্ধির করে সতীন কাঁটার ব্রত করে বাড়ি থেকে তিন্নিকে বিদায় করেছিল পর্ণা। কিন্তু যদিও পরে আবার ফিরেও এসেছিল তিন্নি।
তবে এদিনের অ্যাওয়ার্ড ফাংশনে পর্ণার সতীন কাঁটার ব্রত শুনে অঙ্কুশও ইনস্ট্যান্ট নিজের মনগড়া একটা ছড়া শুনিয়ে দেয় পর্ণাকে। যার সার কথা হল অঙ্কুশের কেমন বৌ চাই তার বর্ণনা। যা শুনে যে কেউ বুঝে মঞ্চে উপস্থিত পর্ণা আর শুভশ্রীকে শুনেই এই মনগড়া চোরা বলছিল অঙ্কুশ।
একসময় তো অঙ্কুশের মুখ বন্ধ করতে পর্ণা আর শুভশ্রীকে তার মুক্তো চেপে ধরতে দেখা যায়। কিন্তু সেই সুযোগে অঙ্কুশ পর্ণার হাতে চুমু দিয়ে দেয়। তখনই ভরা মঞ্চে অঙ্কুশকে ধমক দিয়ে পর্ণা বলে ওঠে ‘কি করছো এসব আমার শাশুড়ি বসে আছে’! যা শুনে হাসিতে ফেটে পড়েন সকলে।