এই মুহূর্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) উজ্জ্বলতম নক্ষত্রের নাম যদি জিজ্ঞেস করা হয় তাহলে তা নিঃসন্দেহে হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সংবাদমাধ্যমে বুম্বাদাকে নিয়ে চর্চা চলতেই থাকে। সুপারস্টার বাবার ছেলে হওয়ায় তৃষাণজিৎ (Trishanjit Chatterjee) তথা মিশুকও (Mishuk) মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসেন। সম্প্রতি যেমন জানা গিয়েছে, শীঘ্রই অভিনয় জগতে ডেবিউ (Acting debut) করতে চলেছেন তিনি।
প্রসেনজিতের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলিউডের অত্যন্ত জনপ্রিয় এক অভিনেতা। একসময় ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন তিনি। ছেলে প্রসেনজিৎ শাসন করেছেন টলিউডে। এবার বাবা-দাদুর দেখানো পথে হেঁটে পারিবারিক ট্রেন্ড বজায় রাখতে চলেছেন মিশুক। অভিনয় যে তাঁর রক্তে রয়েছে তা দেখাতে আসছেন তিনি।
প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন। সেখানে তাঁর ফলোয়ারের সংখ্যাও রীতিমতো আকর্ষণীয়। বহুবার মিশুকের অনুরাগীরা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে কমেন্ট করে তাঁর অভিনয় দেখার ইচ্ছাপ্রকাশ করেছেন। অবশেষে তাঁদের সেই ইচ্ছাপূরণ হতে চলেছে। নায়ক হিসেবে অভিনয় জগতে পা রাখছেন তিনি।
তৃষাণজিৎ অবশ্য রূপোলি পর্দায় নয়, বরং মঞ্চে আত্মপ্রকাশ করছেন। এই মুহূর্তে বুম্বাদার বিলেত ফেরত পুত্র তামিলনাড়ুর এক কলেজে পড়াশোনা করছেন। সেই কলেজের একটি নাটকেই অংশগ্রহণ করতে চলেছেন তিনি। ‘লর্ড অফ দ্য ফ্লাইস’ নামের একটি নাটকের মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখতে চলেছেন প্রসেনজিৎ পুত্র।
ছেলের প্রথম নাটকের পোস্টার শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ। সেখানে দেখা যাচ্ছে, একটি ভেঙে পড়া প্লেনের সামনে একদল পড়ুয়া দাঁড়িয়ে রয়েছে। নীল রঙের ব্লেজার এবং ফর্মাল প্যান্টে বেশ হ্যান্ডসাম দেখাচ্ছে মিশুককে।
View this post on Instagram
অভিনয় জগতে পা রাখার আগে পুত্র তৃষাণজিৎকে শুভেচ্ছা জানিয়েছে প্রসেনজিৎ লিখেছেন, ‘প্রথম সব জিনিসই খুব ভালো হয়…। প্রথম মঞ্চাভিনয়ের জন্য তোমায় অনেক শুভেচ্ছা জানাই। ‘লর্ড অফ দ্য ফ্লাইস’এর সম্পূর্ণ টিমকেও শুভেচ্ছা জানাই’। কোদাইকানাল আন্তর্জাতিক স্কুলের ছাত্ররা শুক্রবার অর্থাৎ আজ এবং শনিবার অর্থাৎ ১ এপ্রিল ‘লর্ড অফ দ্য ফ্লাইস’ নাটক মঞ্চস্থ করবেন তৃষাণজিৎরা।