বিনোদন জগতে পর্দার নায়ক নায়িকাদের প্রেমে পড়ার বিষয়টি নতুন নয় একেবারেই। দিনের পর দিন দিনের বেশিরভাগ সময়টাই একসাথে কাটাতে কাটাতেই অনেক সময় প্রেম হয়ে যায় নায়ক নায়িকাদের মধ্যে। ইন্ডাস্ট্রিতে এমন উদাহরণ রয়েছে একাধিক। আর পর্দার প্রিয় জুটি বাস্তবেও প্রেম করছেন জেনে দারুন খুশি হন তাঁদের অনুরাগীরাও।
সম্প্রতি টেলিপাড়ায় তেমনি ঘোরাফেরা করছে আরও এক জনপ্রিয় জুটির প্রেমের গুঞ্জন। প্রসঙ্গত স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় মেগা সিরিয়াল ‘সাঁঝের বাতি’র কথা নিশ্চয়ই মনে রয়েছে দর্শকদের। এই ধারাবাহিকে চারু এবং আর্য (Charu & Arya) চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেতা রিজওয়ান রাবানি শেখ এবং অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায় (Rezwan Rabbani Seikh & Debchandrima Sheikh)।
এই সিরিয়ালে তাঁদের মিষ্টি জুটিটাকে দারুন পছন্দ করেছিলেন দর্শক। সিরিয়াল চলাকালীনই শোনা গিয়েছিল একে অপরের সাথে প্রেম চুটিয়ে প্রেম করছেন রিজওয়ান-দেবচন্দ্রিমা। কিন্তু শুরু থেকেই নিজেদেরকে কেবলমাত্র ‘ভালো বন্ধু’ বলেই দাবি করে এসেছেন রিজওয়ান দেবচন্দ্রিমা।
যদিও শোনা গিয়েছিল রিজওয়ানের সাথে সম্পর্কের কারণেই নাকি দেবচন্দ্রিমার সাথে ভেঙে গিয়েছিল তার প্রাক্তন প্রেমিক সায়ন্ত মোদকের সম্পর্ক। প্রসঙ্গত গত ২৯ মার্চ ছিল অভিনেত্রীর জন্মদিন। আর এই জন্মদিনেই প্রিয় সহ অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছিলেন রিজওয়ান।
আর সেই ছবি দেখেই চোখ আটকিয়েছে নেটিজেনদের। পর্দার আর্য-চারুর ঘনিষ্ট ছবি দেখে সকলে বলাবলি করছেন তারা যে প্রেম করছেন এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। নিমেষে ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে সহ অভিনেত্রী দেবচন্দ্রিমাকে কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছেন রিজওয়ান। আর দেবচন্দ্রিমার চোখে মুখে ছড়িয়ে রয়েছে লাজুক হাসি।
View this post on Instagram
এই ছবির সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রিজওয়ান লিখেছেন ‘শুভ জন্মদিন দেবচন্দ্রিমা। তোমার সব স্বপ্ন সফল হোক’। উত্তরে কমেন্ট করে ভালোবাসা জানাতে ভোললেনি অভিনেত্রীও।