• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভাগ্যিস প্রিয়াঙ্কা চলে গেছে! বলিউডের ‘গ্যাংস্টার’ রাজ নিয়ে বোমা ফাটালেন শেখর সুমন

Published on:

Sekhar Suman Exposes Bollywood Gangsters supporting Priyanka Chopra's Statements

সম্প্রতি নামী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) বলিউডের (Bollywood) অন্দরের একাধিক কেচ্ছাকাহিনী এবং অন্ধকার অধ্যায় নিয়ে মুখ খুলেছেন। ‘দেশি গার্ল’ বলেছেন, তাঁকে দেশ ছাড়তেও বাধ্য করা হয়েছিল। এরপর থেকেই একের পর এক তারকা এই বিষয়ে মুখ খুলছেন। সম্প্রতি যেমন নামী অভিনেতা শেখর সুমন (Shekhar Suman) প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়ে এই নিয়ে কথা বলেছেন।

প্রিয়াঙ্কা মুখ খোলার পর নামী সঙ্গীত পরিচালক এবং গায়ক বলিউডের ভেতরকার পলিটিক্স নিয়ে মুখ খুলেছিলেন। আরমান মালিকের দাদা জানিয়েছেন, কিছু মানুষের তাবেদারি না করতে পারার জন্য বহু প্রোজেক্ট থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। এবার শেখর সুমন একাধিক বিস্ফোরক টুইট করলেন। শুধু তাই নয়, টেনে আনলেন সুশান্ত সিং রাজপুতের প্রসঙ্গও।

Priyanka Chopra and Shekhar Suman, Shekhar Suman on Bollywood

বলিউড প্রসঙ্গে টুইট করে শেখর লেখেন, ‘প্রিয়াঙ্কা চোপড়ার চাঞ্চল্যকর বয়ান অবাক করেনি। ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে কীভাবে ষড়যন্ত্র করা হয় তা খুব ভালো করে জানা। এটা মানুষকে দমন করে এবং ততক্ষণ অবধি দমন করতে থাকে যতক্ষণ না শেষ হয়ে যাচ্ছে। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে এটাই হয়েছে’।

Shekhar Suman, Shekhar Suman on Bollywood

শেখরের সংযোজন, ‘এটা বাকিদের সঙ্গেও হবে। এভাবেই ইন্ডাস্ট্রিতে মানুষ শক্ত হয়ে ওঠে। গ্রহণ করো নাহলে বেরিয়ে যাও। প্রিয়াঙ্কা বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ঈশ্বরকে ধন্যবাদ ও এই সিদ্ধান্ত নিয়েছিল। কারণ এখন সত্যিকারের একজন গ্লোবাল আইকন রয়েছেন যিনি হলিউডে ভারতের প্রতিনিধিত্ব করছে’।


সবশেষে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে শেখর লেখেন, ‘আমি অন্তত এমন ৪ জন মানুষকে চিনি যারা জোট বেঁধে আমায় এবং আমার ছেলে আধ্যায়নকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল। আমি নিশ্চিতভাবে এটা জানি। এই ‘গ্যাংস্টার’রা সাপের থেকে ক্ষতিকর। কিন্তু সত্যিটা হল ওঁরা বাধা সৃষ্টি করতে পারবে কিন্তু আমাদের পথচলা বন্ধ করতে পারবে না’।


প্রসঙ্গত উল্লেখ্য, প্রিয়াঙ্কা বলিউড নিয়ে বিশ্বমঞ্চে মুখ খোলার পর ইন্ডাস্ট্রির তারকারা দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। আমাল, শেখরের মতো তারকারা ‘দেশি গার্ল’এর সমর্থন করছেন। অপরদিকে রাখি সাওয়ান্তের মতো তারকাদের মত, বলিউডের নামে বিশ্বদরবারে নিন্দা না করে, ইন্ডাস্ট্রি যা দিয়েছে সেই জন্য প্রিয়াঙ্কার কৃতজ্ঞ থাকা উচিত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥