স্টার জলসায় (Star Jalsha) সাম্প্রতিক অতীতে একাধিক নতুন ধারাবাহিক (Serial) শুরু হয়েছে। এমনই একটি ধারাবাহিক হল ‘মেয়েবেলা’ (Meyebela)। খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মনে স্থান করে নিয়েছেন মৌ (Mou), ডোডো (Dodo), বীথি, চাঁদনিরা (Chandni)। পরকীয়া-কূটকচালির মাঝে মেয়েদের জীবনসংগ্রাম নিয়ে তৈরি হওয়া এই সিরিয়াল মুগ্ধ করেছে দর্শকদেরও।
শুরু থেকেই টিআরপি তালিকায় ভালো পারফর্ম করেছে ‘মেয়েবেলা’। সময়ের সঙ্গে আরও বাড়ছে এই সিরিয়ালের জনপ্রিয়তা। তবে ধারাবাহিকের সাম্প্রতিক ট্র্যাক দেখে বেশ ক্ষিপ্ত হয়ে গিয়েছেন দর্শকরা। বীথি যেভাবে মৌ-ডোডোকে আলাদা করার জন্য প্ল্যানিং করছে তা দেখে রেগে গিয়েছেন প্রত্যেকে। পাশাপাশি চাঁদনির ভোলবদল দেখেও হতাশ হয়েছেন তাঁরা।
‘মেয়েবেলা’র নিয়মিত দর্শকরা জানেন, চাঁদনির সঙ্গে ডোডোর ১২ বছরের সম্পর্ক ছিল। কিন্তু ডোডো যখন মৌকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, তখন নিজের স্বার্থ না দেখে হাসিমুখে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসে সে। বাকি সিরিয়ালের গার্লফ্রেন্ডদের মতো বয়ফ্রেন্ড এবং তাঁর বৌয়ের সংসারে আগুন লাগানোর চেষ্টা না করায় চাঁদনিকে বেশ ভালোলেগেছিল দর্শকদের।
তবে বর্তমান ট্র্যাকে দেখানো হচ্ছে, মৌ-ডোডোকে আলাদা করার জন্য বীথি এই চাঁদনিকেই ব্যবহার করছে। এমনকি বীথির কথা মতো মৌয়ের শাড়ি পরে ডোডোর ঘরেও রাত কাটাতে রাজি হয়ে যায় চাঁদনি। রঙের থালা হাতে প্রাক্তন প্রেমিককে রাঙিয়েও দিয়ে যায় সে। ওদিকে আবার দরজার বাইরে থেকে সম্পর্ক ঘটনাটি দেখে নেয় মৌ।
ইতিমধ্যেই ‘মেয়েবেলা’র নতুন প্রোমোয় দেখা হয়েছে, চাঁদনি এবং ডোডোকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ভুল বোঝে মৌ। সিরিয়ালে চাঁদনির এই হঠাৎ ভোলবদল দেখেই রেগে গিয়েছেন দর্শকদের একাংশ। কেউ কেউ এও বলছেন, একটি ভালো মেয়েকে যেভাবে ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে তা মেনে নেওয়া যাচ্ছে না।
একজন নেটিজেন যেমন লিখেছেন, ‘চাঁদনি চরিত্রটিকে ইতিবাচক রেখে গল্পটি ভিন্নভাবেও এগোনো যেত। এবার ‘মেয়েবেলা’তেও পরকীয়া দেখতে হবে!’ আসলে দর্শকদের অনেকেই চাঁদনি চরিত্রটিকে ভালোবেসে ফেলেছিলেন। কিন্তু বাকি সিরিয়ালের মতো সেও এবার প্রাক্তন প্রেমিক ও তাঁর স্ত্রীয়ের মাঝে আসছে দেখে হতাশ হয়েছেন দর্শকরা।