• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইস্টবেঙ্গল ক্লাবে নাচতে আসছেন সলমন খান! কবে কলকাতায় ভাইজান? প্রকাশ্যে দিনক্ষণ

Published on:

Bollywood superstar Salman Khan may perform at East Bengal club on 13th May

বলিউড (Bollywood) সুপারস্টার সলমন খান (Salman Khan) কলকাতায় (Kolkata) আসছেন এই খবর অনেকদিন আগেই পাওয়া গিয়েছিল। প্রকাশ্যে এসে গিয়েছিল দিনক্ষণ। প্রথমে জানুয়ারি মাসে তিলোত্তমায় আসার কথা ছিল ‘দাবাং’ অভিনেতার। কিন্তু শেষ মুহূর্তে ভেন্যু সংক্রান্ত কিছু সমস্যার কারণে তা বাতিল করে দেওয়া হয়। এবার প্রকাশ্যে এল নতুন দিনক্ষণ।

দিনকয়েক আগে সলমনকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোই। এরপর রটে যায়, তিনি নাকি কলকাতা সফর বাতিলই করে দিয়েছেন। স্বাভাবিকভাবেই তিলোত্তমার সকল ভাইজান অনুরাগীদের মন খারাপ হয়ে যায়। কিন্তু এবার জানা গেল, সে অনুষ্ঠান মোটেই বাতিল হয়নি। বরং কলকাতায় আসছেন সলমন। শুধু তাই নয়, ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal club) অনুষ্ঠানও করবেন তিনি।

Salman Khan, Salman Khan Kolkata show, Salman Khan East Bengal club

জানুয়ারি মাসে সলমনের অনুষ্ঠান বাতিল হয়ে যাওয়ার পর জানা গিয়েছিল, সেটি এপ্রিল মাসে আয়োজিত হবে। কিন্তু সেই দিনক্ষণ আরও একটু পিছিয়েছে বলে খবর। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসে কলকাতায় আসবেন ‘বজরঙ্গি ভাইজান’। প্রকাশ্যে এসে গিয়েছে অনুষ্ঠানের দিনক্ষণও।

শোনা গিয়েছে, ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানের সলমন এবং তাঁর কলকুশলী তথা সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজরা, প্রভু দেবারা, গুরু রণধাওয়ারা উপস্থিত থাকবেন। আগামী ১৩ মে নাকি আয়োজিত হবে এই অনুষ্ঠান। ইতিমধ্যেই নাকি সেই বর্ণাঢ্য অনুষ্ঠানের জন্য পুলিশের কাছ থেকে অনুমতিও নেওয়া হয়ে গিয়েছে। পাশাপাশি এও খবর মিলেছে, একাধিক ভেন্যুর অপশন থাকলেও আয়োজকরা ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুকেই বেছে নিয়েছেন।

Salman Khan, Salman Khan Kolkata show, Salman Khan East Bengal club

এর আগে সলমনের কলকাতার শো বাতিল বাতিল হওয়া প্রসঙ্গে রাজদীপ চক্রবর্তী সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘এসব ভুয়ো খবর কারা ছড়াচ্ছে? শো হবে। তবে এপ্রিল মাসে নয়, মে জুন মাসে হবে। গত নভেম্বর মাসে সলমনের দল এসে এখানে যাবতীয় খুঁটিনাটি প্ল্যানিং সেরে গিয়েছে। ওঁর দলের সঙ্গে কথা হয়েছে। এখন শুধুমাত্র জ্যাকলিনের তারিখ নিয়ে সমস্যা হচ্ছে’।

এখানেই থামেননি রাজদীপ। তাঁর সংযোজন, ‘শীঘ্রই আমরা অনুষ্ঠানের দিনক্ষণ ঘোষণা করব। সলমনের শো হবে এবং কলকাতার অন্যতম বড় খেলার মাঠেই এই শো হবে’। তিলোত্তমার ভাইজান অনুরাগীরা এখন আপাতত আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥