অভিনয় জগতের অন্যতম পরিচিত মুখ হলেন রাজেশ শর্মা (Rajesh Sharma)। বলিউড (Bollywood) হোক কিংবা টলিউড (Tollywood) উভয় ইন্ডাস্ট্রিতেই দাপিয়ে অভিনয় করে চলেছেন তিনি। নিজের নিপুণ অভিনয় গুণে ইতিমধ্যেই বেশ নাম করেছেন ওয়েব সিরিজের (Web Series) দুনিয়াতেও।
দীর্ঘদিনের এই অভিনয় জীবনে অগণিত সিনেমায় অভিনয় করলেও আজও সকলেই তাঁকে ‘তিনি গুন্ডা’ নামেই এক ডাকে চেনেন। থিয়েটার থেকে উঠে আসা এই অভিনেতার জীবনে সাফল্য কিন্তু রাতারাতি আসেনি। অভিনেতার অতীত জীবনের লড়াইটা কিন্তু সিনেমার চেয়ে কোনো অংশে কম নয়।
জানলে হয়তো অনেকেই অবাক হবেন আজকের এই জনপ্রিয় শিল্পী পেটের দায়ে একসময় ট্যাক্সি চালাতেন শহর কলকাতায়। এ প্রান্ত থেকে সে প্রান্ত গোটা শহর জুড়ে বেড়াত তাঁর ট্যাক্সি। নিজের ট্যাক্সিতে চাপিয়েই সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি অসংখ্য মানুষকে একসময় তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছেন পর্দার এই জনপ্রিয় খলনায়ক ।
এ প্রসঙ্গে একবার জি বাংলায় শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) সঞ্চালিত জনপ্রিয় টক শো ‘অপুর সংসার’-এ এসে মুখ খুলেছিলেন অভিনেতা। সেখানেই জানা যায় ট্যাক্সি চালানো শেষে নাটকের রিহার্সালে যেতেন রাজেশ। সেসময় চুটিয়ে থিয়েটার করতেন তিনি। সেই থিয়েটারের মঞ্চেই একসময় চোখে পড়ে যান বাংলার জনপ্রিয় অভিনেত্রী তথা মহিলা পরিচালক অপর্ণা সেনের।
এরপরেই নাকি তাঁকে ফোন করে একদিন চেতলায় নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন অপর্ণা সেন। আর তিনি যেতেই নাকি তাঁকে ‘পারমিতার এক দিন’-এর স্ক্রিপ্ট পড়ে শোনাতে শুরু করেছিলেন অপর্ণা সেন। স্ক্রিপ্ট শুনতে শুনতে প্রথমে রাজেশ ভেবেছিলেন তাঁর জন্য বোধ হয় এক চিকিৎসকের ছোট একটা চরিত্রের কথা ভাবা হয়েছে।
কিন্তু স্ক্রিপ্ট পড়া শেষ হতেই তাঁকে চমকে দেন অপর্ণা সেন। সরাসরি তাঁকে প্রস্তাব দেন ঋতুপর্ণার স্বামীর চরিত্রে অভিনয় করার। যা শুনে প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন অভিনেতা। কারণ সেসময় ঋতুপর্ণা বাংলা সিনেমা জগতে বেশ নামী অভিনেত্রী। তাই এহেন অভিনেত্রীর স্বামীর চরিত্র করার প্রস্তাব পেয়ে প্রথমে বেশ ভয়ই পেয়েছিলেন রাজেশ।
এমনকি তিনি অপর্ণা সেনকেও মুখের ওপর বলেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) বা অন্য কোনো নায়ককে নিতে। সেই সময় গোটা বাংলার মানুষ মুগ্ধ হয়ে দেখতেন প্রসেনজিৎ-ঋতুপর্ণার অনস্ক্রিন রসায়ন। কিন্তু ছক ভেঙেছিলেন অপর্ণাসেন। তাই তিনি রাজেশ শর্মাকে বলেছিলেন মন দিয়ে শুধু অভিনয়টুকু করে যেতে। তারপর বাকিটা তো সবারই জানা।