• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১৯ বছরেই মদ মাতলামি করছে মেয়ে! ফুর্তি দেখেও নাইসা দোষ ঢাকালেন মা কাজল

Updated on:

Kajol talks about Nysa Devgan’s popularity even before entering Bollywood

বলিউড (Bollywood) সুপারস্টার অজয় দেবগণ (Ajay Devgn) এবং কাজলের (Kajol) কন্যা নাইসাকে (Nysa Devgan) নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। এখনও ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেননি তিনি। কিন্তু এখনই সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে যে পরিমাণ চর্চা হয়, তা অনেক বড় বড় তারকাকে নিয়েও হয় না। মাঝেমধ্যেই পার্টি করে, ‘নেশাগ্রস্ত’ অবস্থায় প্রকাশ্যে এসে নেটিজেনদের আলোচনার কেন্দ্র উঠে আসেন তিনি।

অজয়-কাজলের মেয়ের বয়স সবে ১৯। তবে এখন থেকেই চুটিয়ে পার্টি করেন তিনি। বন্ধুবান্ধবদের নিয়ে মাঝেমধ্যেই মুম্বইয়ের নানান পাবে, ডিস্কোতে চলে যান নাইসা। বহুবার পার্টি থেকে বেরনোর সময় পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হয়েছনে কাজল-কন্যা। সেসব ভিডিও দেখে একবাক্যে প্রত্যেকে বলেছেন, নেশা করে রয়েছেন তিনি। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন মা কাজল।

Kajol and Nysa Devgan, Kajol on Nysa Devgan

সম্প্রতি মেয়ের ‘জনপ্রিয়তা’ (Popularity) প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন অজয় ঘরণী। হিন্দুস্তান টাইমসের সঙ্গে এই বিষয়ে কথা বলার সময় ‘কুছ কুছ হোতা হ্যায়’র অঞ্জলি বলেন, ‘অবশ্যই আমি নিয়ে গর্ব বোধ করি। আমার এটা সত্যি খুব ভালোলাগে যে নাইসা যেখানেই থাকুক না কেন অত্যন্ত মর্যাদার সঙ্গে আচরণ করে’।

এখানেই থামেননি কাজল। মেয়ের ভূয়সী তারিফ বলেন বলি সুন্দরী বলেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি যে এখন ওঁর বয়স মাত্র ১৯। এখন ও জীবনের সম্পূর্ণ মজা নিচ্ছে। ও যা চায় সেটা করার ওঁর সম্পূর্ণ অধিকার রয়েছে। আর আমি সবসময় ওঁকে সম্পূর্ণ সমর্থন করব’।

Kajol on Nysa Devgan

 

যদিও এই প্রথম নয়, এর আগেও প্রকাশ্যে মেয়ের প্রশংসা করেছেন ‘গর্বিত মা’ কাজল। একবার যেমন অভিনেত্রী বলেছিলেন, এখন থেকেই নাইসা বিদেশে প্রচণ্ড জনপ্রিয়। বলিউডে পা না রাখলেও এখনই তাঁর থেকে অনেকে অটোগ্রাফ চায়।

প্রসঙ্গত উল্লেখ্য, নাইসাকে এখন মাঝেমধ্যেই ওরহান আত্রামানি বা ওরির সঙ্গে দেখা যায়। ওরির সঙ্গে একসময় শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরকে প্রচুর পার্টি করতে দেখা যেত। মাসখানেক আগে যেমন এক পার্টি থেকে বেরনোর সময় অপ্রকৃতস্থ অবস্থায় নাইসাকে দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল সেই ভিডিও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥