• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমে পড়লেও টেকেনি সম্পর্ক! মিমি-শ্রাবন্তী, ব্রেকআপের পর হ্যাপিলি সিঙ্গেল এই ৭ টলি সুন্দরী

Published on:

Mimi Chakraborty to Srabanti Chatterjee, Tollywood actresses who are still single after break up

ভালোবাসা (Love )যেমন মানুষের জীবনে আনন্দ নিয়ে আসে, তেমনই আবার অনেকসময় বয়ে আনে দুঃখও। প্রেম টিকে গেলে যেমন আনন্দ, খুশি দীর্ঘস্থায়ী হয়, তেমনই আবার ভেঙে গেলে অনেক সময় ভেঙে পড়ে মানুষ। টলিউডেও (Tollywood) যেমন এমন অনেক নায়িকা (Actress) রয়েছেন যাদের প্রেম-ভালোবাসা নিয়ে এককালে ব্যাপক চর্চা হতো। কিন্তু ভাগ্যের পরিহাসে এখন তাঁরা একা (Single) দিন কাটাচ্ছেন।

মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)- টলি সুন্দরী মিমি চক্রবর্তীর নাম তালিকায় সবার প্রথমে রয়েছে। একসময় শোনা যেত, পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে রয়েছে মিমি। তবে সেই সম্পর্ক ভেঙেছে। রাজ বিয়ে করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে। কিন্তু মিমি এখনও সিঙ্গেল।

Mimi Chakraborty

এনা সাহা (Ena Saha)- টলিপাড়ার এই মিষ্টি দেখতে অভিনেত্রী এখন নামী প্রযোজকও। প্রেম-ভালোবাসা কিংবা বিয়ে নয়, বরং এনা এখন নিজের কেরিয়ারের ওপর বেশি ফোকাস করেছেন। পাশাপাশি এনা নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন।

Ena Saha

মধুমিতা সরকার (Madhumita Sarcar)- ইন্ডাস্ট্রিতে পা রাখার কিছু সময়ের মধ্যেই অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন মধুমিতা। তবে সেই সম্পর্ক টেকেনি। বিচ্ছেদ হয়ে যায় দু’জনের। আপাতত সিঙ্গেলই রয়েছেন ‘বোঝে না সে বোঝে না’র পাখি। মাঝে অবশ্য অভিনেতা সৌরভ দাসের সঙ্গে মধুমিতার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।

Madhumita Sarcar

শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)- টলিপাড়ার অত্যন্ত চর্চিত ব্যক্তিত্বদের মধ্যে একজন হলেন শ্রাবন্তী। অভিনেত্রী তিন বার সাত পাক ঘুরেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত কোনও বিয়েই টেকেনি। অভিনেত্রী আপাতত সিঙ্গেলই রয়েছেন।

Srabanti Chatterjee, Srabanti Chatterjee boyfriend

পার্নো মিত্র (Parno Mitra)- টলিউডে বহু পরিচালকের সঙ্গে নাম জড়িয়েছে পার্নোর। তবে তিনি কার সঙ্গে প্রেম করছেন তা কখনও মুখ ফুটে বলেননি। তাই বলা যায়, পার্নো এখন সিঙ্গেল লাইফ উপভোগ করছেন।

Parno Mitra

ঈশা সাহা (Isha Saha)- অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের নাম জড়িয়েছেন ঈশার। এমনকি এও শোনা গিয়েছে যে, ঈশার জন্যই ইন্দ্রনীল-বরখার সংসারও ভেঙেছে। তবে এই খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। তাই সেই দিক থেকে দেখলে, ঈশাও এখন সিঙ্গেল।

Isha Saha

ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)- টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী যে কত ছেলের ক্রাশ তা গুনে শেষ করা যাবে না। টেলিভিশনের মাধ্যমে কেরিয়ার শুরু করার পর কঠোর পরিশ্রম করে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন ঋতাভরী।

Ritabhari Chakraborty, Ritabhari Chakraborty bold, Ritabhari Chakraborty Besharam Rang

ইতিমধ্যেই বলিউডেও কাজ করে ফেলেছেন তিনি। অভিনেত্রী চিকিৎসক বন্ধু তথাগতর সঙ্গে বেশ কয়েকমাস সম্পর্কে ছিলেন। তবে এখন ঋতাভরী সিঙ্গেল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥