গত কয়েকদিন ধরেই সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছেন বলিউড (Bollywood) অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। কাজের জন্য নয়, নিজের ব্যক্তিগত জীবনের সৌজন্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, শীঘ্রই সাত পাক ঘুরতে চলেছেন প্রিয়াঙ্কার বোন! পাত্র আবার নামী রাজনীতিবিদ। এখন নিশ্চয়ই ভাবছেন, কার সঙ্গে গাঁটছড়া (Wedding) বাঁধছেন ‘ইশকজাদে’ নায়িকা?
আসলে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় পরিণীতি এবং আম আদমি পার্টির সুদর্শন নেতা রাঘব চাড্ডাকে (Raghav Chadha) একসঙ্গে ক্যামেরাবন্দি করেন ছবিশিকারীরা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের একটি নামী রেস্তোরাঁয় লাঞ্চ ডেটে গিয়েছিলেন দু’জনে। এরপর থেকেই শুরু হয়ে যায় দু’জনের সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি পরিণীতিকে মনীশ মলহোত্রার বাড়ি যেতে দেখে মাথাচাড়া দেয় বিয়ের গুঞ্জন।
এরপর থেকেই পরিণীতি-রাঘবের প্রেম থেকে সরে তাঁদের বিয়ে নিয়ে চর্চা শুরু হয় সংবাদমাধ্যমে। সম্প্রতি নায়িকাকে সরাসরি এই বিষয়ে জিজ্ঞেস করা হয়। বিয়েটা কবে হচ্ছে? প্রশ্ন রাখা হয় তাঁর সামনে। প্রথমে চুপ করে থাকলেও পরে জবাব দেন প্রিয়াঙ্কার বোন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পরিণীতির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দর থেকে বেরোচ্ছেন অভিনেত্রী। তখনই এক পাপারাৎজি নায়িকাকে জিজ্ঞেস করেন, ‘ম্যাম শুনুন না যে খবরটা শোনা যাচ্ছে, ওটা কি পাকা খবর?’ এরপর আরও একজন পাপারাৎজি জিজ্ঞেস করেন, ‘বিয়ে পাকা?’
প্রথমদিকে পাপারাৎজিদের প্রশ্ন শুনে লাজুক মুখে হাসতে থাকেন পরিণীতি। এরপর ‘বিয়ে পাকা?’ প্রশ্ন শোনার পর নায়িকা বলেন, ‘হু?’ সবশেষে গাড়িতে ওঠার সময় হাসতে হাসতে ‘ইশকজাদে’ নায়িকা বলেন, ‘ধন্যবাদ। টাটা। শুভ রাত্রি’।
View this post on Instagram
প্রসঙ্গত উল্লেখ্য, রাঘব এবং পরিণীতির বিয়ের খবরে সংবাদমাধ্যমগুলি ছয়লাপ হলেও দু’জনের কেউই এই বিষয়ে মুখ খোলেননি। দিন কয়েক আগে রাঘবকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, ‘আপনারা আমায় রাজনীতির প্রশ্ন করুন, দয়া করে পরিণীতির প্রশ্ন করবেন না’।